NOW READING:
ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা, পলাতক বাড়ির মালিক
December 22, 2024

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা, পলাতক বাড়ির মালিক

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা, পলাতক বাড়ির মালিক
Listen to this article


শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। কোচবিহারের তুফানগঞ্জের মাদক কারবারির বাড়িতে পুলিশের হানা। উদ্ধার প্রচুর ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকা। মাদক কারবারি হামিদুল হক-সহ বাড়ির সদস্যরা পলাতক। 

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেষা তুফানগঞ্জের পূর্ব বালাভুত এলাকায় হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এই অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৬ লক্ষ নগদ টাকা । হামিদুল হক-সহ বাড়ির সদস্যরা পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। করলো তুফানগঞ্জ পুলিশ। তুফানগঞ্জের এসডিপিও জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। 

ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি 

এবার বাংলা থেকে গ্রেফতার করা হল কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গিকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেফতার করা হল তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সিকে। এর আগেও কলকাতা ঘুরে গিয়েছে সন্দেহভাজন জঙ্গি। বিস্ফোরক বক্তব্য ধৃতের আত্মীয়ের। অশান্ত বাংলাদেশে লাগাতার ভারত বিদ্বেষের মধ্যেই বাংলা থেকে গ্রেফতার করা হল এক সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে। পুলিশ সূত্রে খবর, এখান থেকে বাংলাদেশ তারপর পাকিস্তানে যাওয়ার ছক ছিল ধৃত জঙ্গির। কিন্তু তার আগে কেন পশ্চিমবঙ্গে এল তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভিনরাজ্য থেকে পুলিশ এসে এরাজ্য থেকে গ্রেফতার করছে জঙ্গিদের। কখনও অসম পুলিশের এসটিএফ, কখনও জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে জঙ্গি ও সন্দেহভাজন জঙ্গিরা। এতেই প্রশ্ন উঠছে, ভিনরাজ্যের পুলিশ জানতে পারলেও, এ রাজ্যের পুলিশ কেন ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের নাগালই পাচ্ছে না? 

ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গির নাম 

ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি। শুধু আধার কার্ড, পাসপোর্ট নয়, হরিহরপাড়া ও নওদা, মুর্শিদাবাদের ২ বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম তুলেছিল ধৃত জঙ্গি মহম্মদ শাদ রাডি। এটা হিমশৈলের চূড়া মাত্র। অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটের ভিত্তি। অবিলম্বে তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন অমিত মালব্য। সীমান্ত সুরক্ষার দায় কেন্দ্রের, পাল্টা মন্তব্য় করেছেন ফিরহাদ হাকিম। ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি। 
শুধু জাল পাসপোর্ট নয়, ভোটার লিস্টেও নাম তুলেছিল মহম্মদ শাদ রাডি। রাজ্যে ২ বিধানসভার ভোটার লিস্টে আনসারুল্লা বাংলার জঙ্গির নাম। হরিহরপাড়া ও নওদার ভোটার লিস্টে নাম বাংলাদেশি জঙ্গির। নওদায় মহম্মদ শাদ রাডির পিসির বাড়ি, হরিহরপাড়ায় ধৃত জঙ্গির কাকার বাড়ি। মহম্মদ শাদ রাডি থেকে শাব শেখ। বাংলাদেশ থেকে এদেশে এসে নাম বদলে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তৈরি করে ফেলেছিল ধৃত জঙ্গি! ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল নাশকতার জাল! গোয়েন্দা সূত্রে খবর, আনসারুল্লা বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য় বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে।  

আরও পড়ুন- গতবছর কলকাতায় এসে ভিক্টোরিয়া ঘুরেছিল ক্যানিং থেকে ধৃত সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link