Insurance Policy: ভবিষ্যতের কথা ভেবে বিমা পলিসি (Insurance Policy) করলেও অনেক সময় মেয়াদ পূরণের আগেই সারেন্ডার করতে হয় পলিসি (LIC Policy Surrender) । সেই ক্ষেত্রে কিছুটা আর্থিক লোকসানের মুখোমুখি হতে হয় আমাদের। জেনে নিন, ঠিক কী কী ক্ষতি (Loss) হতে পারে আপনার।
কেন বিমার পথে হাঁটি আমরা
আপতকালীন আর্থিক পরিস্থিতিতে বিমা পলিসির প্রয়োজন পড়ে আমাদের। তাই আগেভাগেই পলিসির জন্য় প্রতি মাসে বা এককালীন প্রিমিয়াম জমা দিই আমরা। কোনও কারণে পরিবারের মুখ্য রোজগেরে মানুষটির মৃত্যু হলে সমস্যার সৃষ্টি হয়। না চাইতেই এই ক্ষেত্রে মেয়াদ পূরণে আগে পলিসি সারেন্ডার করতে হয় বিমা গ্রাহককে। পরবর্তীকালে যার ফল ভুগতে হয় আমাদের।
পলিসির মেয়াদ পূরণের আগে বন্ধ করলে ক্ষতি
কোনও কারণে মেয়াদ পূরণের আগে পলিসি সারেন্ডার করলে তাৎক্ষণিক টাকা হাতে পাবেন আপনি। তবে এর জন্য পলিসি হোল্ডারকে কিছু আর্থিক ক্ষতিরও মুখোমুখি হতে হয়। এই বিষয়ে বিজনেস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে হানুত মেহতা (Co-founder and CEO of BimaPay Finsure) বলেছেন, এরকম হঠাৎ প্রয়োজন হলে পলিসির সারেন্ডারের পরিবর্তে ঋণ নেওয়ার কথা বলে বিমা পলিসির কোম্পানিগুলি।
এরকম বিষয় হলে পলিসিহোল্ডারকে ঋণের সুদের টাকার কেটে বাকি তহবিল মেয়াদপূর্তির পর দিয়ে দেয় বিমা কোম্পানি। যার অর্থ এইভাবে ঋণ নিলে আর্তিক ক্ষতির পরিমাণ কমে এবার পলিসির মেয়াদ পূর্ণ হওয়ায় বিমার সব সুবিধা পাওয়া যায়।
আগে সারেন্ডার করলে কী কী সুবিধা পাবেন না আপনি
কোনও কারণে পলিসির মেয়াদ পূরণের আগে তা সারেন্ডার করলে নমিনি ডেথ বেনিফিট পাবেন না। পাশাপাশি পলিসির পুরো টাকা ও বোনাস থেকে বঞ্চিত হবে পরিবার।তাই মেয়াদ পূরণ করেই পলিসির টাকা তোলা উচিত।
কত পাওয়া যায় সারেন্ডার ভ্যালু
যে সময় আপনি সারেন্ডার করবেন তার ভ্যালু জমা করা প্রিমিয়ামের ৩০ শতাংশ ধরা হবে। এইভাবে বিমা কোম্পানিগুলি সারেন্ডার চার্জ নিয়ে থাকে, যা মোট জমা প্রিমিয়ামের ওপর নির্ভর করে। নানা বিমা কোম্পানির ক্ষেত্রে এই সারেন্ডার ভ্যালুও ভিন্ন হয়। এই ধরনের অনেক পলিসির ক্ষেত্রে আপনি ট্য়াক্স ছাড়ের সুবিধাও পাবেন। সেই কারণে পলিসি মেয়াদ পূরণের আগে সারেন্ডার করবেন কিনা ভাবুন।
Wedding Card Scam: এবার বিয়ের কার্ডে প্রতারণার ফাঁদ, মারাত্মক ক্ষতি হতে পারে আপনার !
আরও দেখুন