# Tags
#Blog

বাংলাদেশে হয়েছিল জঙ্গি ট্রেনিং, অসম পুলিশের জালে আনসারুল্লা

বাংলাদেশে হয়েছিল জঙ্গি ট্রেনিং, অসম পুলিশের জালে আনসারুল্লা
Listen to this article


১। ত্রাসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা। নাটোরের শ্মশানকালী মন্দিরে লুঠপাটের পর পুরোহিত খুন। অনেক হয়েছে, আর নয়। কেন্দ্রের পদক্ষেপ দাবি রাধারমণের। (Bangladesh Situation)

২। নাটোরে পুরোহিত খুনের পর ময়মনসিংহের মন্দিরে তাণ্ডব। পরপর দুটি মন্দিরে হামলা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক মূর্তি। নির্বিকার ইউনূস সরকারের পুলিশ! (Bangladesh News)

৩। পাকিস্তানের থেকেও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বেশি হামলা। ৮ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত ২ হাজারের বেশি হিনদু। আর আলোচনা নয়, কড়া পদক্ষেপ চাই, মোদি সরকারের কাছে দাবি সন্ত সমাজের।

৪। ফের বাংলাদেশের হাস্যকর আস্ফালন। বিএনপি নেতার বক্তব্য, “রাফালের ভয় দেখাচ্ছে। যদি একবার লুঙ্গিটা মালকোচা মারি, দিল্লি ধাওয়া হয়ে যাবে।”

৫। আধিপত্যবাদের প্রতীক ভারত, ফের বিষোদগার বিশ্বাসঘাতক বাংলাদেশের। 

৬। ভারতের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ জিগিরের মধ্যেই প্রবল চাপে ঢাকা। বাংলাদেশ সীমান্তের আরও কাছে আরাকান আর্মি। রাখাইনে মায়ানমার সেনার দফতর দখল।

৭। ভারত-বিদ্বেষের মধ্যেই পাকিস্তানের আরও কাছাকাছি বাংলাদেশ। ফের করাচি থেকে চট্টগ্রামে এল জাহাজ। কোনও তল্লাশি না করার নির্দেশ। পণ্যের আড়ালে জঙ্গিদের অস্ত্র সরবরাহ? উঠছে প্রশ্ন।

৮। পাক মদতেই চিকেনস নেকে হামলার ছক বাংলাদেশের? পাকিস্তানের হ্যান্ডলার সঙ্গে যোগাযোগ ছিল আনসারুল্লা বাংলার ৮ সদস্যের। বাংলাদেশে প্রশিক্ষণ মুর্শিদাবাদে ধৃত জঙ্গির।

৯। মুর্শিদাবাদে মাদ্রাসার আড়ালে চলত মগজধোলাই? কাদের নির্দেশে কাজ করত আব্বাস আলি? মোবাইলে বিশেষ অ্য়াপের মাধ্যমে যোগাযোগ রাখত ধৃতরা। খবর পুলিশ সূত্রে। (Murshidabad News)

১০। বহিষ্কারের পরেও অভিষেক-স্তুতিতে অনড় মণিশঙ্কর! বললেন, “অভিষেকের অশ্বমেধের ঘোড়া আটকাতে দলেই ষড়যন্ত্র।” ব্রাত্যর কথায়, “ভাম বেড়াল, ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে শহরে।” (Abhishek Banerjee)

১১। পিঁপড়েই বইছে বড় আরশোলাকে বইছে। মণিশঙ্করের সুরেই পোস্ট দেবাংশুর। আরশোলার ওষুধ হাওয়াই চটি, খোঁচা কুণালের। পুরনো পোস্ট, দাবি দেবাংশুর।

১২। ভাটপাড়ায় বেআইনি নির্মাণ মামলায় বিজেপি নেতা প্রিয়াঙগু পাণ্ডের বাড়িতে পুলিশি তল্লাশিতে তুলকালাম। পুলিশকর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ। জখম IC-সহ ৪। ধৃত ১। (Bhatpara News)

১৩। প্রোমোটার পেটানোর ৭ দিন পরও অধরা বাগুইআটির তৃণমূল কাউন্সিলর। চিলাপাতা থেকে দিঘা, তল্লাশি চালিয়েও ধরতে পারেনি পুলিশ। আতঙ্কের আক্রান্ত প্রোমাটার। ৭ দিন পার, অধরা কাউন্সিলর

১৪। তপসিয়ার পর নিউ আলিপুর। ২৪ ঘণ্টার মধ্যেই বিপি পোদ্দার হাসপাতালের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। দমকলের সঙ্গে হাত লাগাল সেনাবাহিনীও।

১৫। শনিবারের সন্ধ্যায় নিউ আলিপুরে ঝুপড়ি পুড়ে ছাই। বারবার কেন কলকাতায় ঝুপড়িতেই আগুন? 

১৬। ৪ মাস পার, এখনও মেলেনি বিচার। হাইকোর্টে অনুমতি নিয়ে ধর্মতলায় অবস্থান। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়া মঞ্চের। সামিল নাগরিক সমাজও।

১৭। কালীঘাটের কাকুকে নিয়ে হিমশিম CBI। আর হেফাজতেই চাইল না। ফের জেলেই সুজয়কৃষ্ণ! খাওয়া-দাওয়া করছেন না। নেতাদের মতো অনশন করে মুক্তি পেতে চাইছেন, দাবি এজেন্সির।

১৮। রেশন দুর্নীতির গঙ্গাসাগর জ্যোতিপ্রিয় মল্লিক। কেলেঙ্কারির সব কিছুই বালুতে এসে মিশেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রীই ছিলেন দুর্নীতির রিং মাস্টার। আদালতে দাবি ইডির। (Jyotipriya Mallick)

১৯। ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের ভয়। সন্ধে নামতেই শুনশান বেলপাহাড়ি-কাঁকড়াঝোর। 

২০। সিওপিডিতে আক্রান্ত সব্যসাচী চক্রবর্তী। সুস্থ না হওয়া পর্যন্ত অভিনয় থেকে বিরতি নিয়ে কাজ করবেন নাটকের ব্যাক স্টেজে, নাটকের মঞ্চে জানালেন নিজেই।



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal