জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির গঙ্গাসাগর : ED
![জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির গঙ্গাসাগর : ED জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির গঙ্গাসাগর : ED](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/21/1a743c19d2b195e44d3aa85f4f60178a1734781174250484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
কলকাতা: ‘জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির গঙ্গাসাগর’,প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন-মামলায় অভিযোগ ইডির। ইডি-র দাবি, ‘গঙ্গাসাগরে যেমন নদীর শাখা-উপশাখা মেলে। দুর্নীতির সব কিছুই বালুতে এসে মিশেছে। জ্যোতিপ্রিয় মল্লিকই খাদ্য দুর্নীতির রিং মাস্টার। বাইরে থেকে সব কিছু চালনা করতেই বালুই।’ ২ জানুয়ারি ফের শুনানি।
আরও পড়ুন, ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন