কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভে আইটি কর্মীর রহস্যমৃত্যু। রক্তাক্ত অবস্থায় বহুতলের নীচে আইটি কর্মীর দেহ। রক্তাক্ত অবস্থায় মুকুন্দপুরের পরিবেশ চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার। আত্মহত্যা না অন্য কিছু? তদন্তে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু
চলতি বছরে পুজোর আগে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেখানেও একটি তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল সিঁথিতে।মুখে প্লাস্টিক বাঁধা অবস্থায় আবাসনের নীচ থেকে দেহ উদ্ধার করা হয়েছিল। মৃত তথ্যপ্রযুক্তি কর্মীর নাম ছিল প্রণব রায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছিল পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছিল ফরেন্সিক টিম। যদিও ঘটনাস্থলে সিসি ক্যামেরা খারাপ থাকায় ফুটেজ মেলেনি।
ডিসেম্বরের শুরুতেই এসেছিল আরও একটি খারাপ খবর
এমনকি এই ডিসেম্বরের শুরুতেই এসেছিল আরও একটি খারাপ খবর। সান্দাকফু গিয়ে কলকাতার তরুণীর রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল। টুমলিং নামার সময় অসুস্থ হয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পরে মৃত্যু হয়েছিল তার। মৃত দুর্গানগরের তরুণী অঙ্কিতা ঘোষ। অঙ্কিতা অফিস কর্মীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সান্দাকফু। গতকালই সান্দাকফু থেকে চলে আসেন। রাতের খাওয়া দাওয়া সেরে বাথরুমে যান। সেখানেই পড়ে গিয়ে মৃত্যু হয় ওই তরুণীর। অসুস্থতার জেরে মৃত্যু? না অন্য কোনও কারণ, তদন্তে নেমেছিল পুলিশ ।
‘আমরা শকড্’
এক প্রতিবেশী জানিয়েছিলেন, ‘আমরা শকড্। কী বলব , বলে ঠিক বোঝাতে পারব না। একটা ২৮ বছরের মেয়ে, যার আগামী বছরের মাঝামাঝি বিয়ে ঠিক হয়েছিল। সম্প্রতি নতুন চাকরিতেও জয়েন করেছিল অঙ্কিতা। ভাল পোস্টে চাকরি পেয়েছিল। ভাল বেতনও পেত।আমরা খুব আনন্দেই ছিলাম। কিন্তু..’ এইটুকু বলে এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই বলেই জানিয়েছিলেন ওই প্রতিবেশী।
আরও পড়ুন, বাংলাদেশি জঙ্গিদের টার্গেটে শিলিগুড়ির চিকেন নেক ! যোগ্য জবাব দেবে ভারত ?
শ্যুটআউট
সম্প্রতি গভীর রাতে হুগলির মগরায় গাড়িতে ধাওয়া করে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ হয়েছিলেন দুই ব্যক্তি। আহতদের একজন হলেন বিশ্বনাথ দে। আরেকজন হলেন মইদুল ইসলাম। গুলিবিদ্ধ দু’জনকে চিকিৎসার জন্য প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশ্বনাথ দে-কে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন