Bangladsh: শোকে বিহ্বল বদলের বাংলাদেশ! কাজ শুরুর আগেই শেষ ইউনূসের সঙ্গী…
![Bangladsh: শোকে বিহ্বল বদলের বাংলাদেশ! কাজ শুরুর আগেই শেষ ইউনূসের সঙ্গী… Bangladsh: শোকে বিহ্বল বদলের বাংলাদেশ! কাজ শুরুর আগেই শেষ ইউনূসের সঙ্গী…](https://i2.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/20/510176-yunus.jpg?w=991&resize=991,564&ssl=1)
প্রয়াত অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। হাসপাতালে আনার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার বাংলাদেশের সময় বেলা তিনটের সময় তিনি নিজের বাড়িতেই অচৈতন্য হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
Source link