Raja Mitra Passes Away: ফুরিয়ে গেল ‘একটি জীবন’! ‘যতনের জমি’ ছেড়ে চলে গেলেন রাজা মিত্র…
![Raja Mitra Passes Away: ফুরিয়ে গেল ‘একটি জীবন’! ‘যতনের জমি’ ছেড়ে চলে গেলেন রাজা মিত্র… Raja Mitra Passes Away: ফুরিয়ে গেল ‘একটি জীবন’! ‘যতনের জমি’ ছেড়ে চলে গেলেন রাজা মিত্র…](https://i2.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/20/510066-raja-mitra.png?w=991&resize=991,564&ssl=1)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডে ফের নক্ষত্রপতন। প্রয়াত পরিচালক রাজা মিত্র (Raja Mitra)। নভেম্বর মাসে ধরা পড়েছিল ক্যানসার। তারপর থেকে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর পুত্র রৌদ্র মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খবরটি জানান। তিনি বলেন, ‘চলচ্চিত্রে ৬বারের জাতীয় পুরস্কার বিজয়ী (স্বর্ণকমল ও রজতকমল মিলিয়ে), ঋজু শিরদাঁড়া, জেদি এবং বরাবরই স্পষ্টবাদী আমার বাবা, রাজা মিত্র আজ গভীর রাত ৩টের সময়ে ক্যান্সারের সাথে লড়াই করে প্রয়াত হয়েছেন।’
পরিচালক অতনু ঘোষ তিনিও নিজের সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করে লেখেন, ‘রাজাদা চলে গেলেন। রাজা মিত্র। যাঁর ‘একটি জীবন’ বাংলা ছবির ইতিহাসে মাইলফলক। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কত কাজ- নয়নতারা, যতনের জমি, বীরভূমের স্ক্রোল পেইন্টার্স বা কালীঘাট পেইন্টিং তথ্যচিত্র। খুব সম্ভবত দূরদর্শনে প্রথম আলাপ। এমনিতেই আমি জাত মুখচোরা, আর উনি অত নামী মানুষ। তারপর বুঝি বড় পরিচালকের কোনও ভার নেই, দিব্যি সহজে কথা বলা যায়, প্রশ্ন করা যায়। পরে যখন যেখানে দেখা হয়েছে, অনায়াসে কাঁধে হাত তুলে দিয়েছেন- ‘ওটা দেখলাম। বেশ করেছো, এখন কী ভাবছ?’ অনেকটা অক্সিজেন পেয়েছি। আমার মত আনকোরার কাজ রাজা মিত্র দেখেছেন, দেখেন? একবার গোর্কি সদনের গৌতমদা (ঘোষ) নতুন টেলিফিল্ম করিয়েদের উৎসাহ দিতে এক সাক্ষাৎকারের আয়োজন করেছেন। আমার সেশন শুরু হওয়ার আগে হঠাৎ দেখি রাজাদা দর্শকদের মধ্যে এসে বসলেন।আমি অবাক, হতবম্ব। ভাবলাম হয়তো কোনও কাজে এসেছেন। ‘না না, তোমার কথা শুনতেই এলাম!’ অকপট, স্পষ্টবাদী। সেদিন বুঝেছিলাম, যিনি প্রকৃত শিল্পী, তিনি কাঁচাদের পাশে দাঁড়ান, রাস্তা দেখান, এগিয়ে দেন…সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা রাজাদা।’
১৯৮৭ সালে ৩৫তম জাতীয় পুরস্কারের মঞ্চে তাঁর ফিচার ফিল্ম ‘একটি জীবন’ পুরস্কৃত হয়। যে ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল সকলের। চলচ্চিত্র দুনিয়ায় পা দিয়ে ‘ইন্দিরা গান্ধী পুরস্কার’ও পেয়েছিলেন প্রয়াত পরিচালক। দীর্ঘদিন ধরেই মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়।
আরও পড়ুন: Dev | Khadaan: ঐতিহাসিক! রিলিজের আগেই নজির গড়ল দেবের ‘খাদান’…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)