কলকাতা : বীরভূমের মল্লারপুরে ভয়াবহ দুর্ঘটনা। পর্যটক বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আহত অন্তত ১৪জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খড়গপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল পর্যটক বোঝাই বাসটি। রামপুরহাট থেকে সিউড়িগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আহতদের ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিক্যালে
ব্যস্ত সময়ে ইএম বাইপাসে গাড়িতে আগুন। মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় অগ্নিকাণ্ড। যান্ত্রিক গোলোযোগের আঁচ পেয়েই রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে দেন চালক। তারপরই আগুন ধরে যায় গাড়িটিতে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
অসম পুলিশের ‘অপারেশন প্রঘাত’, গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে অবস্থান বিক্ষোভ ও অবস্থানের অনুমতি দিল আদালত। ধর্মতলায় বিক্ষোভ-অবস্থানের অনুমতি আদালতের। চৌরঙ্গি রোডের ওপর বিক্ষোভ-অবস্থানের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । সর্বাধিক ২০০ জনকে নিয়ে বিক্ষোভ-অবস্থানের অনুমতি। শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ কাল।
মা-মেয়ের ঝুলন্ত ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ! ‘বাংলাদেশে ফের হিন্দু পরিবারে রহস্যমৃত্যু (Bangladesh News )। বাংলাদেশের দিনাজপুরে বাড়ি থেকেই উদ্ধার শিশুকন্যা সহ মায়ের ঝুলন্ত দেহ। নিহত শিশুকন্যার বয়স ৬ বছর, মায়ের বয়স ২৩ বছর’, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের, খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো-র।বাংলাদেশের দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ছবি ভাইরাল সোশালে । ভয়ঙ্কর সেই ছবি দেখে উদ্বেগপ্রকাশ করেছেন কলকাতা ইসকনের সহ সভাপতি। ‘বাংলাদেশে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর খবর কি সত্য?’ , ছবি রিপোস্ট করে জানতে চেয়েছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস।