# Tags
#Blog

Mamata Banerjee Inaugurates Infosys Campus: রাজারহাটে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ৪ হাজারের বেশি কর্মসংস্থান ?

Mamata Banerjee Inaugurates Infosys Campus: রাজারহাটে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ৪ হাজারের বেশি কর্মসংস্থান ?
Listen to this article


কলকাতা : রাজারহাটে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস । হাতিশালায় ১৭ একর জমিতে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ৪ হাজারের বেশি কর্মসংস্থান হবে বলে আশাবাদী তিনি।

ক্যাম্পাসের উদ্বোধনীতে তিনি বলেন, “আপনারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ৪ হাজারের বেশি কর্মসংস্থান হবে। এটা একটা ভাল উদ্যোগ। বাংলা এখন আইটি হাব। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখন সেরকম সুযোগ ছিল না। বড় বড় দেশীয় ও বিশ্বমানের তথ্যপ্রযুক্তি সংস্থা যেমন- টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, আইবিএম, এরিকসন, টেক মহিন্দ্রা, অ্যাসেঞ্চার, আইটিসি, ইনফোটেক, ব্রিটিশ টেলকমের মতো সংস্থা এখানে রয়েছে। আমাদের ইচ্ছা ছিল, ইনফোসিস এখানে আসুক। আজ আপনারা আমাদের সেই স্বপ্ন পূরণ করলেন। প্রতিভার দিক থেকে দেশের মধ্যে এক নম্বরে বাংলা। আমাদের এখানে রয়েছে দক্ষ কর্মীও।” 

সবিস্তারে আসছে…

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal