UIDAI: আধার কার্ডের (Aadhaar Card) পুরনো ছবি পছন্দ হচ্ছে না ? চাইলেই বদলাতে পারবেন ফটো (Photo)। তবে বাড়িতে বসেই কি করা যায় এই কাজ, না এর জন্য় দৌড়তে হবে আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra) ? জেনে নিন নিয়ম।
কীভাবে ফটো বদলাতে পারবেন
যদি আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে কী করবেন? আপনি কি ঘরে বসে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন? এই প্রশ্নের উত্তর হল না… আপনি ঘরে বসে আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন না। আসলে এর জন্য আপনাকে এনরোলমেন্ট/সংশোধন কেন্দ্র বা আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে। এই সময়ের মধ্যে ফটো পরিবর্তন করতে আপনার কোনও অতিরিক্ত নথির প্রয়োজন হবে না। ছবি পরিবর্তন করতে আপনাকে 100 টাকা প্রসেসিং ফি দিতে হবে।
আধার কার্ডের ছবি বদলাতে কত সময় লাগে?
আধার কার্ড আপডেটের অবস্থা ট্র্যাক করতে স্লিপে লেখা ইউআরএন নম্বর ব্যবহার করুন। এই নম্বরের সাহায্যে UIDAI-এর ওয়েবসাইটে আপডেটের স্ট্যাটাস দেখা যায়। তবে পরিবর্তনের জন্য 30 থেকে 90 দিন সময় লাগে।
এইভাবে পরিবর্তন করুন আধার কার্ডের ছবি
1- প্রথমত, UIDAI-এর ওয়েবসাইট uidai.gov.in-এ লগ ইন করুন।
2- এর পরে আপনার আধার তালিকাভুক্তি ফর্ম ডাউনলোড করুন।
3- এই ফর্মটি পূরণ করুন এবং এটি আপনার কাছের আধার তালিকাভুক্তি কেন্দ্র বা আধার পরিষেবা কেন্দ্রে জমা দিন।
4- আধার কেন্দ্রে আপনার বায়োমেট্রিক বিবরণ আঙ্গুলের ছাপ এবং আইরিস স্ক্যান নেওয়া হবে।
5- এই নিশ্চিতকরণের পরে আপনার লাইভ ফটো তোলা হবে, যা পুরানো ছবির সঙ্গে বদলে দেওয়া হবে।
6- এর জন্য আপনার কাছ থেকে 100 টাকা ফিও নেওয়া হবে এবং আপনার ফটো আপডেট করা হবে।
আমরা আপনাকে বলে রাখি, আধার কার্ডে ফটো আপডেট করার সুবিধা (অনলাইনে আধার ফটো পরিবর্তন) পাওয়া যায় না, এর অর্থ হল আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনার আধার কার্ডের পুরানো ফটো পরিবর্তন করতে পারবেন না। তাই আপনি যদি আপনার আধার কার্ডে থাকা ফটোটি পছন্দ না করেন এবং এটি পরিবর্তন করতে চান তবে আপনি কাছের আধার কেন্দ্রে গিয়ে সহজেই এটি পরিবর্তন করতে পারেন।
আরও পড়ুন : SBI Scam Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
আরও দেখুন