<p>ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে রেল রোকো ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির অনুমতি দিল না হাইকোর্ট। ২০ ডিসেম্বরের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একদিনের জন্যও এই ধরনের কর্মসূচিতে অনুমতি দেওয়া যায় না, মন্তব্য করেন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম। আদালতের নির্দেশ না মানলে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। নির্দেশ দিয়েছে হাইকোর্ট।</p>
<p>মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও আসানসোলে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। লাঠি, ডান্ডা নিয়ে জমি মাফিয়াদের তাণ্ডবের অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল। আসানসোলের হীরাপুর থানা ঘটনা। লাঠি হাতে ৪০-৫০ জন হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের বেধড়ক মারধরের অভিযোগ। জমি দখলের উদ্দেশ্যে হামলার অভিযোগ। হীরাপুর থানায় লিখিত অভিযোগ স্থানীয়দের। আসানসোল উত্তরের বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ স্থানীয়রা। ঘটনার কথা কার্যত স্বীকার করেছেন মন্ত্রী। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস </p>
<p>অ্যাপোলো হাসপাতালের সামনে বিক্ষোভ। বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার দাবিতে বিক্ষোভ। বিক্ষোভ দেখাচ্ছেন স্যালুট তিরঙ্গার সদস্যরা। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বহু বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রেক্ষিতে, এখানে সে দেশের নাগরকিদের পরিষেবা দেওয়া চলবে না বলে দাবি আন্দোলনকারীদের</p>
<p>ফের ভারতের বিরুদ্ধে বিষোদগার। এবার সরব হলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল। ‘পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলে আমাদের লাভ বই ক্ষতি নেই। কেউ স্থায়ী শত্রু বা বন্ধু হয় না। পাকিস্তান, চিন কিংবা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেই ভারত এসে আমাদের পায়ে পড়বে’, হুঁশিয়ারির সুরে মন্তব্য বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হকের</p>
<p>বাংলাদেশে ফের রক্তাক্ত হিন্দু। ভোলা জেলার তাজুমুদ্দিন উপজেলায় দক্ষিণ খাসেরহাট বাজারে ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে। টাকার জন্য় রড দিয়ে পিটিয়েছে মৌলবাদী মহম্মদ রিয়াজ। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে আক্রান্ত হিন্দু ব্যবসায়ীর। অভিযোগ এক্স হ্যান্ডলে রি-পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। </p>
<p>বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে এবার পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তারকনাথ সেন নামে ওই ব্যক্তিকে গতকাল বসিরহাট থেকে পাকড়াও করা হয়। অভিযোগ, বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পরিচয় পত্র, জাল পাসপোর্ট, নথি তৈরি করে দিত একটি চক্র। ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য় মাথা পিছু নেওয়া হত ২ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযানে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এর আগে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে দুই ব্য়ক্তিকে। সমরেশ বারাসাত এবং দীপক দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। </p>
Source link
এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার ‘কালীঘাটের কাকু’
Read Time:4 Minute, 54 Second