<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: নেই ভারতীয় চিত্রকলার অধ্যাপক, নেই লাইব্রেরিয়ান। প্রতিবাদে আর্ট কলেজে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ। ওবিসি সার্টিফিকেট বিতর্কে আটকে আছে নিয়োগ, যা করার চেষ্টা করছি, দাবি অধ্যক্ষের।</span></p>
<p>সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।</p>
<p> </p>
Source link
নেই ভারতীয় চিত্রকলার অধ্যাপক, প্রতিবাদে আর্ট কলেজে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

+ There are no comments
Add yours