NOW READING:
EXPLAINED | Diljit Dosanjh: ‘ভারতে পারফর্ম করব না’! দিলজিতের ঘোষণায় প্রলয়.. কেন এই সিদ্ধান্ত গ্লোবাল আইকনের?
December 16, 2024

EXPLAINED | Diljit Dosanjh: ‘ভারতে পারফর্ম করব না’! দিলজিতের ঘোষণায় প্রলয়.. কেন এই সিদ্ধান্ত গ্লোবাল আইকনের?

EXPLAINED | Diljit Dosanjh: ‘ভারতে পারফর্ম করব না’! দিলজিতের ঘোষণায় প্রলয়.. কেন এই সিদ্ধান্ত গ্লোবাল আইকনের?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঞ্জাবি গায়ক হিসেবে দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) নিজেকে নিয়ে গিয়েছেন আলাদাই উচ্চতায়। তাঁকে গ্লোবাল আইকন হিসেবেই দেখা হয়। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে দেখেছে গায়ক-অভিনেতা দিলজিতের কামাল। এবার দিলজিৎ ‘দিল-লুমিনাতি ট্যুর’ (Dil-Luminati Tour) করছেন নিজের দেশে। বেছে নিয়েছেন ১০ শহর। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পঞ্জাবপুত্তরের দিল্লি, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় ও গুয়াহাটিতে শোয়ের লাইন-আপ।

গত শনিবার (১৪ ডিসেম্বর) চণ্ডীগড়ের কনসার্টে, ঘটে যাওয়া ঘটনায় দিলজিতের এমন এক শিক্ষা হয়েছে, যে যার জেরে তিনি জানিয়ে দিলেন যে, নিজের দেশে আর পারফর্ম করতে আসবেন না! কিন্তু কেন? ঠিক কী হয়েছিল? সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উত্‍সবে ছিলেন পরিচালক ইমতিয়াজ আলি। দিলজিতের শো সংক্রান্ত একটি ভিডিয়ো তিনি রিলসে শেয়ার করেছিলেন, যা জানতে পেরে দিলজিৎ বেজায় চটেছেন প্রশাসনের উপর। ইমতিয়াজের ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, দিলজিতের শো দেখবেন বলে, তাঁর এক অনুরাগী গাছের মগডালে উঠে পড়েছেন। এখানেই শেষ নয়, চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এর প্রদর্শনী মাঠে দিলজিতের কনসার্ট ছিল, লোকজন সেই মাঠের বাইরেও নাচানাচি করেছে।

আরও পড়ুন: প্রয়াত মায়েস্ত্রো! তাল থামল জাকিরের…

মূলত দিলজিতের ক্ষোভ ভারতে কনসার্টের পরিকাঠামো নিয়ে। তিনি বলেছেন, ‘আমি কর্তৃপক্ষকে বলতে চাই যে, দেখুন আমাদের এখানে লাইভ শো করার পরিকাঠামো নেই। এটা কিন্তু বিশাল রাজস্ব উৎপাদনের জায়গা। এবং প্রচুর লোক কাজ করছেন। দয়া করে দেখুন। আমি চেষ্টা করব যে, পরেরবার আমরা এমন এক সেন্টার স্টেজ বানানোর, যেখানে আপনারা সবাই আমার চারপাশেই থাকতে পারবেন। যতক্ষণ না এমনটা হবে, আমি ভারতে অনুষ্ঠান করতে যাব না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি পরিকাঠামো নিয়ে কাজ করার জন্য়।’ দেখা যাক এবার দিলজিতের কথায় দেশের প্রশাসন নড়েচড়ে বসে কিনা!

আরও পড়ুন: খোলামেলা পোশাকে হিজাব ছাড়াই ভার্চুয়াল কনসার্ট! ইরানে গ্রেফতার গায়িকা…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link