সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়া পুরসভার গেটের সামনে ভাঙা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। পুরুলিয়া পুরসভার গেটের সামনে বসানো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। বৃহস্পতিবার রাতে সেই মূর্তি ভেঙে ফেলে পুর কর্তৃপক্ষ। এই নিয়ে তৃণমূলের অন্দরেই ক্ষোভ।
মূর্তি ভাঙা নিয়ে বিতর্ক: উন্নয়নের দোহাই দিয়ে ভাঙা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ২০২১ সালে, তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার দোরগোড়ায় গীতাঞ্জলি নামের বেদি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ঘটা করে উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। রবিবার দেখা গেল, সেখানে বেদির একাংশ থাকলেও, রবি-মূর্তির কোনও চিহ্নই নেই। ঘটনা ঘিরে শোরগোল পড়তেই পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের মুখে শোনা গেল উন্নয়নের আজব সাফাই। পুরপ্রধান নবেন্দু মাহালির দাবি, “সসম্মানে রবীন্দ্রনাথের মূর্তি সরানো হয়েছে। ওখানে মূর্তির জন্য ড্রেন ব্লক হয়ে যাচ্ছিল। তাই ভাঙা হয়েছে। সম্মানে অন্য জায়গায় বসানো হবে।” যদিও তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার এই কাজকে হঠকারী বলেই দাবি করেছে এলাকার তৃণমূল নেতৃত্বের একাংশ। INTTUC-র শহর সভাপতি কাজল মুখোপাধ্যায় বলেন, “হঠাৎ করে মূর্তি ভাঙা হয়েছে, কোনও আলোচনা না করেই কেন এমন হল? পরিকল্পনাহীন কাজ।”
ঘটনা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রঙ্গা বলেন, “বাংলার সংস্কৃতি-সম্মান এই সরকারের আমলে ছোট হয়ে যাচ্ছে। একটা মূর্তি কত জায়গা নিচ্ছে যে হাইড্রেন পরিষ্কার করা যাচ্ছে না! আসলে আবার মূর্তি তৈরির নামে টেন্ডার দিয়ে টাকা কমানোর জন্য এই কাজ করা হয়েছে।”
কোথাও উন্নয়নের দোহাই দিয়ে ভাঙা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। কোথাও আবার রাজনৈতিক পতাকা আর ফ্লেক্স-ফেস্টুনের ভিড়ে ঢাকা পড়লেন কাজি নজরুল ইসলাম। প্রায় একই বিপন্নতার ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সেখানে সিপিএমের এরিয়া কমিটির সম্মেলনের প্রচারের ধাক্কায় কার্যত আড়াল হয়ে গেলেন আরেক কবি। সিপিএমের পতাকা-ফেস্টুনের পাশাপাশি, বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির মতো দুই প্রয়াত সিপিএম নেতার ফ্লেক্সে ঢাকা পড়তে দেখা গেল কবি নজরুল ইসলামের মূর্তির অর্ধেক অংশ। এই ঘটনাকে হাতিয়ার করে একযোগে আক্রমণ শানিয়েছে তৃণমূল ও বিজেপি।সমালোচনার মুখে পড়ে ঘটনা ঘিরে অস্বস্তি ঢাকার চেষ্টা করেছে স্থানীয় বাম নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক ও জেলা কমিটির সদস্য বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, “লালঝান্ডার আলোয় নজরুল উদ্ভাসিত। লালঝান্ডা আর নজরুলের মধ্যে বিভাজন কেউ তৈরি করতে পারবে না। বিরোধীদের থেকে রাজনীতি শিখব না।”
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bangladesh: ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০
আরও দেখুন