জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে ভর্তি কিংবদন্তী তবলাবাদক উস্তাদ জাকির হুসেন। তাঁকে আমেরিকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে গুরুতর অসুস্থতা নিয়ে তিনি এখন সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের তরফে জাকির হুসেনের জন্য প্রার্থনা করার আবেদন করা হয়েছে।
আরও পড়ুন-ঘুম ছুটল পাকিস্তান-চিনের, ভারতের হাতে শব্দের থেকে ৬ গুণ গতির হাইপারসনিক মিসাইল
উস্তাদ জাকির হুসেনের গুরুতর অসুস্থতার কথা সংবাদমাধ্য়মে জানবিয়েছেন তাঁর শ্যালক আয়ূব আউলিয়া। বিবিসির সাংবাদিক পারভেজ আলম তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, কিংবদন্তী তবলা বাদক উস্তাদ আল্লারাখার পুত্র জাকির হুসেন অসুস্থ। বর্তমানে তিনি সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি। অনুগামীদের জাকিরের জন্য প্রার্থনার আবেদন করেছেন তাঁর আত্মীয়রা।
১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জাকির হুসেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মত একাদিক সম্মানে তিনি ভূষিত। ১৯৯৯ সাসে তিনি আমেরিকার সর্বোচ্চ অসমারিক সম্মান পান। তিন বার গ্রামি পেয়েছেন। দেশের আর কোনও শিল্পীর ঝুলিতে আর এমন সম্মান আসেনি।
মাত্র ৩ বছর বয়স বাবা উস্তাদ আল্লারাখার কাছে তাঁর তবলায় হাতেখড়ি। মাত্র ৭ বছর বয়সে তিনি প্রথম কনসার্ট করেন। আর ১১ বছর বয়স থেকেই তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াতে শুরু করেন। তিনি প্রথম ভারতের প্রথম শিল্পী যিনি বারাক ওবামার আমলে অল স্টার গ্লোবাল কনসার্টে যোগ দেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)