ব্রিসবেন: এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শুরুটাও অনেকটা সেভাবেই হয়েছিল। তবে বাধ সাধল বৃষ্টি। প্রবল বর্ষণে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) প্রথম দিনে মাত্র ১৩.২ ওভারই বল গড়ায়। কোন উইকেট না হারিয়েই অস্ট্রেলিয়া তাতে ২৮ রান তোলে।
সিরিজ় সমতায় দাঁড়িয়ে। এই টেস্টে জয় সিরিজ়ের দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। একদিকে যেখানে ২০২১ সালে গাব্বায় অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে ৩৩ বছরের অপরাজিত থাকার রেকর্ড ভাঙার পর আবারও জিততে মরিয়া হবে ভারত, সেখানে অস্ট্রেলিয়ার লক্ষ্য সেই হারের বদলা। তাই এক হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার পূর্ণ সম্ভাবনা ছিল। ব্যাট, বলের টান টান লড়াই দেখার আশায় ছিলেন সকল ক্রিকেটপ্রেমী। কত ভারতীয় ক্রিকেটপ্রেমী শীতের সক্কাল সক্কাল ঘুম থেকে পড়েছিলেন। কিন্তু তাঁদের হতাশা হয়েই দিনের শুরুটা করতে হল।
প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। দিনের শুরুর দিকে বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু বেলা বাড়লে পরিস্থিতি উন্নতির পূর্বাভাসও ছিল। তা আর হল কই! কালো করে আসল ব্রিসবেনের আকাশ। নিরন্তর চলল বৃষ্টি। মাঠের দিকে দিকে জমে জল। ব্রিসবেনের জলনিকাশি ব্যবস্থা খুবই উন্নত মানের। তবে যা বৃষ্টি হল তাতে এখানেও আর খেলা সম্ভবপর ছিল না। তাই অগত্যা দিনের খেলা বাতিলই করা হয়।
খেলা অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই বদল করে মাঠে নেমেছিল ভারত। আকাশ দীপ ও রবীন্দ্র জাডেজাকে যথাক্রমে হর্ষিত রানা ও আর অশ্বিনের বদলে দলে নেওয়া হয়। আকাশ দীপ, মহম্মদ সিরাজরা বল হাতে শুরুটা ভালই করেন। একাধিকবার দুই অজ়ি ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকস্যুইনির ব্যাটের কিণারা দিয়ে একাধিক বল বের হয়। কিন্তু উইকেট আসেনি। ম্যাকস্যুইনি চার ও খাওয়াজা আপাতত ১৯ রানে অপরাজিত রয়েছেন।