NOW READING:
ইস্টার্ন কমান্ড ও টাটা স্টিলের উদ্যোগে কলকাতায় বিজয় দিবস কাপ ম্যারাথনের আয়োজন করা হল
December 15, 2024

ইস্টার্ন কমান্ড ও টাটা স্টিলের উদ্যোগে কলকাতায় বিজয় দিবস কাপ ম্যারাথনের আয়োজন করা হল

ইস্টার্ন কমান্ড ও টাটা স্টিলের উদ্যোগে কলকাতায় বিজয় দিবস কাপ ম্যারাথনের আয়োজন করা হল
Listen to this article


Marathon: ’৭১-এর যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। তার আগের দিন ইস্টার্ন কমান্ড ও টাটা স্টিলের উদ্যোগে কলকাতায় বিজয় দিবস কাপ ম্যারাথনের আয়োজন করা হল। এই ম্যারাথনের নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড টোয়েন্টি ফাইভ K কলকাতা। শীতের সকালে রেড রোড থেকে শুরু হয় দৌড়। ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার, ম্যারাথনের দুটি বিভাগে অংশ নেন প্রায় ২০ হাজার প্রতিযোগী। ছিলেন জওয়ানরা। সূচনা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দৌড়ে অংশ নেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ছিলেন বিদেশি অ্যাথলিটরাও।

 

 

জামিন পেলেও জেলেই রাত কাটল অল্লু অর্জুনের। শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন অল্লু। সকালেই অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ পৌঁছে যান জেলে। জেলের পিছনের গেট দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অল্লু অর্জুনের জামিন। জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। 



Source link