সুনীত হালদার, হাওড়া: হাওড়ার ডুমুরজলায় ভোলানাথ চক্রবর্তী সরণির নাম বদলে রাখা হল শৈলেন মান্না সরণি। কিংবদন্তি ফুটবলারের নামে আজ রাস্তার নতুন নামের ফলকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তবে এই নামবদলের সঙ্গে কোথাও রাজনীতির যোগ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
নাম পরিবর্তনে নয়া বিতর্ক: ছিল ভোলানাথ চক্রবর্তী সরণি, নাম বদলে হল শৈলেন মান্না সরণি। কিংবদন্তি ফুটবলারের নামে, নতুন নাম পেল হাওড়ার ডুমুরজলার এই রাস্তা। বৃহস্পতিবার ফলক উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এই নামবদলের সঙ্গে কি কোথাও যোগ রয়েছে রাজনীতির? সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। একসময়ে ডুমুরজলা স্টেডিয়াম লাগোয়া গোটা এই রাস্তার নাম ছিল ক্যানাল রোড। ২০১৭ সালে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর নামে এই রাস্তার একাংশের নাম রাখা হয় ভোলানাথ চক্রবর্তী সরণি। এই নামকরণের সময় পরিচালিত হাওড়া পুরসভার মেয়র ছিলেন ভোলানাথ চক্রবর্তীর ছেলে রথীন চক্রবর্তী। তিনি তখন তৃণমূলে। এরপর ২০২১-এর ২৯ জানুয়ারি সেই রথীন চক্রবর্তীই চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন।
এবার রাস্তা থেকে মুছে গেল তাঁর বাবার নাম। নতুন নাম রাখা হল কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার নামে। যদিও রাস্তার নাম বদলের সঙ্গে রথীন চক্রবর্তীর দলবদলের কোনও সম্পর্ক নেই বলেই দাবি হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের। লএই বিষয়ে হাওড়ার প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা রথীন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।
গত ১৭ নভেম্বর তৃণমূল বিধায়কের নেমপ্লেট থাকা গাড়ি দুর্ঘটনায় চালক সহ তিন জনের মৃত্যু হয় হাওড়ায়। যদিও বিধায়ক দাবি করেন, গাড়িটি তাঁর নয়। পুলিশ জানতে পারেন, একসময় ওই বিধায়কের গাড়ি চালাতেন মৃত ব্যক্তি। সেই সূত্রে বিধায়কের নেমপ্লেট ব্যবহর করতেন নিজের গাড়িতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: BJP: সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার ২৫ শতাংশই হয়নি পূরণ, বিজেপির অন্দরেই উঠছে প্রশ্ন
আরও দেখুন