কলকাতা : বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও হিন্দু নিপীড়নের আবহেই আগামী অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। সেখানে ধুমধাম করে রথযাত্রাও পালিত হবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই আবহে এবার হিন্দুত্ব-ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আক্রমণ শানিয়ে বলেন, “২০২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু। আপনি হিন্দু-বিরোধী। হিন্দুরা এক হচ্ছে। এই আতঙ্কে এইসব করে বেরাচ্ছেন।”
‘মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন, বাংলাদেশের যেসব ভিডিও আসছে, তার বেশিরভাগই ফেক।’ সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, “বলবেন তো। বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে, সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোচ্ছে।”
শুভেন্দু আরও বলেন, “যখন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুরা চাঁদা দিয়ে (সরকারি টাকায় নয়), সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রামমন্দির হল, তখন ওঁর হিংসা রিপুটা একটু সক্রিয় হল। উনি ভাবলেন, এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নেবেন। তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে। হিন্দু সংগঠনের সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই। কারণ, উনি সনাতন সংস্কৃতি মানেন না। মানলে, প্রত্যেক বছর ইদের দিন, রেড রোডে যেটা ধর্মীয় অনুষ্ঠান হয়, রোজা মাস পালনের পরে যে ধর্মীয় প্রার্থনা হয়, সেটা সম্পূর্ণভাবে ওই ধর্মে যাঁরা বিশ্বাস করেন তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে প্রত্যেক বছর সকালের প্রার্থনায় আসেন।”
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন
+ There are no comments
Add yours