জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেডে টেস্ট ১০ উইকেটে জিতে, অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু সিরিজের তৃতীয় টেস্ট। তবে অ্যাডিলেডের রেশ এখনও কাটল না। ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অজি স্টার ব্যাটার ট্রাভিস হেড (Travis Head) অ্যাডিলেডে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। এবার আইসিসি (ICC) দু’জনেই শাস্তি দিল।
আরও পড়ুন: বাভুমারা চড়লেন মগডালে, চাপে পুরো চিড়ে চ্যাপ্টা ভারত! কতটা কঠিন রোহিতদের লড়াই?
মাঠে ঝামেলা করে আইসিসির আচরণবিধি ভেঙেছেন সিরাজ-হেড। তাঁদের একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি সিরাজের ম্যাচ-ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে! কেন টাকা কাটা হল সিরাজের? আইসিসির আচরণবিধি অনুযায়ী, সিরাজ যে ভাষা/ অঙ্গভঙ্গি ব্যবহার করেছিলেন তা, ব্যাটারকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে উস্কানিমূলক। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন খেলোয়াড়ের সঙ্গে দুর্ব্যবহার করায় ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হেড। তবে তাঁর কোনও ম্যাচ-ফি কাটা হচ্ছে না। সৌভাগ্যবশত সিরাজ এবং হেড, দু’জনেই সাসপেন্ড হওয়া থেকে বেঁচে গেলেন। কারণ বিগত দুই বছরে তাঁদের এটিই প্রথম অপরাধ! আইসিসির আদর্শ আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে সিরাজের বিরুদ্ধে। হেড ২.১৩ ধারা লঙ্ঘনে অভিযুক্ত হয়েছেন। লঘু শাস্তি পেয়েছেন হেড। দুই ক্রিকেটারকেই আইসিসি মৌখিক ভাবে সতর্ক করেছে।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। হেডকে আউট করেন সিরাজ আগ্রাসনে জ্বলে উঠেছিলেন। উত্তেজিত অঙ্গভঙ্গি করেন তিনি। সিরাজের এই আচরণ মানতে পারেননি হেডের। তিনিও ড্রেসিংরুমে ফেরার সময় দু’কথা শুনিয়ে দেন। এই ঘটনা নিয়ে বিস্তর চর্চাও হয়েছিল। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে রিপোর্ট জমা দিয়েছিলেন আম্পায়ারেরা। এরপর আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি নিদান দিয়েছে। দুই খেলোয়াড় যদিও দ্বিতীয় টেস্টের শেষে একে অপরকে জড়িয়ে ধরেন এবং ঝগড়া মাঠেই রেখে আসেন।
যদিং সাংবাদিক বৈঠকে সিরাজ এই নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘আমি হেডকে বল করা উপভোগ করছিলাম। খুব ভালো লড়াই চলছিল, কারণ ও সত্যিই ভালো ব্যাটিং করছিল। যখন একজন ব্যাটার আপনার ভালো বলেও ছক্কা মারে তখন খারাপ লাগে। এটাই আমাকে প্রাণশক্তি দিয়েছিল। ওকে বোল্ড করার পর আমি উদযাপন করেছিলাম। তারপর ও আমাকে গালিগালাজ করে। চাইলে আপনারা টিভিতেও দেখতে পারবেন। আমি উদযাপন করেছিলাম, ওকে কিছু বলিনি। সংবাদ সম্মেলনে ও ভুল এবং মিথ্যা বলেছে। এখন বলছে ও নাকি বলেছে আমি ভালো বল করেছি।’ আইসিসি শাস্তি দিতেই বিষয়টির নিস্পত্তি হল আনুষ্ঠানিক ভাবে।
আরও পড়ুন: ‘ও আমার ছেলের মতো’, দেখভালে কোনও খামতি থাকবে না! জানালেন ৪৩ হাজার রানের কিংবদন্তি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)