নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় এখন রিল বানানো ট্রেন্ড শুধু নয়, রোজগারেরও বড় জায়গা। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে কন্টেন্ট ক্রিয়েটার এমনকী আম আদমি- ফেসবুক- ইনস্টাগ্রামে রিল কিংবা ইউটিউবে শর্টস বানাতেই বেশি আগ্রহী। ক্রিয়েটাররা যেমন নানা ধরনের শর্টস কিংবা রিল বানিয়ে চলেন তেমন দেখার লোকও কিন্তু প্রচুর। আর মুহূর্তে ভাইরাল হলে তো কথাই নেই! এক লাফে ফলোয়ার্স, পেজ ভিউজ বেড়ে গিয়ে জনপ্রিয় হয়ে যান অনেকেই।
এ হেন যুগে কোথাও ঘুরতে গেলেও জায়গা দেখার বদলে রিল করার দিকেই মন বেশি থাকে। এদিকে সেই কাজ করতে গিয়ে এবার বড় বিপদের মুখ থেকে নিজের সন্তানকে ফিরে পেলেন মা। সেই ‘ইমপ্রমটু’ ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বরফাবৃত একটি পাহাড়ি জায়গায় দাঁড়িয়ে এক মহিলা রিল বানাচ্ছেন। পাশে দুই বাচ্চা।
এদিকে দুই সন্তান কখন তার পাশ ছেড়ে দিয়ে দূরে ব্যস্ত রাস্তার দিকে চলে গিয়েছে সেদিকে হুঁশ নেই মায়ের। তিনি তখনও রিল বানাতেই ব্যস্ত। এদিকে ওই রাস্তায় যাতায়াত করছে একাধিক গাড়ি। সেই রাস্তাতে চলে যায় ছোট বাচ্চাটি। এরপর তা নজরে আসে আরেক সন্তানের। সেইই তড়িঘড়ি মায়ের কাছে এসে খবর দেয়। এরপরই টনক নড়ে মায়ের। দৌড়ে গিয়ে বাচ্চাদের নিয়ে আসে সে।
मां फोन में रील बना रही थी छोटी बच्ची बस सड़क की ओर पहुंचने वाली ही थी इतने में ही एक और बेटा आता है और इशारा करते हुए कहता है कि मां उस तरफ छोटी बहन जा रही है।
सच में बच्चे कुदरत का वह उपहार है जो घटनाओं को डालने में अहम योगदान निभाते हैं। pic.twitter.com/tQ9hzDEJ0K
— Jitu Rajoriya (@jitu_rajoriya) December 8, 2024
আরও পড়ুন, ‘ফিক্সড ডিপোজিটে কেন বেশি টাকা কেটেছেন?’ ব্যাঙ্ক ম্যানেজারকে মার, তুমুল কাণ্ড
মায়ের এই কাণ্ড দেখে বেজায় চটেছেন নেট নাগরিকরা। অনেকেই বলেছেন রিল বানানোর এমন অবস্থা যে সন্তানের দিকেও মন নেই। ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ৭০ হাজারের উপর ভিউজ। যদিও অনেকে সতর্কও করেছেন। এরকম করতে গিয়ে এর আগে বহু মৃত্যুও রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন