জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুলগেরিয়ার অন্ধ রহস্যময়ী নারী বাবা ভাঙ্গাকে বলা হয় বলকানের নস্ট্রাডামাস। তাঁর ভবিষ্যদ্বাণীর প্রায় ৮৫ শতাংশই সত্যি হয়েছে। গত শতকের ৭০-এর দশক থেকে বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করার জন্য বিখ্যাত হন বাবা ভোঙ্গা। ৯/১১-র হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল দুর্ঘটনা, ব্রেক্সিট– বহু কিছু সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। সেসব অক্ষরে-অক্ষরে সত্য প্রমাণিত। চলতি ২০২৪ সাল নিয়েও নানা ভবিষ্যৎ-বাণী করে গিয়েছেন তিনি। তার মধ্যে ইতিমধ্যেই কিছু বাণী সত্যি হয়েছে।
আরও পড়ুন-বিদ্রোহীদের দখলে দামাস্কাস; বেপাত্তা প্রেসিডেন্ট আসাদ, রাজধানী দখলের মাস্টারমাইন্ড কে এই জুলানি
নতুন বছর নিয়ে বাবা ভাঙ্গা বলেছেন, ২০২৫ সালে ইউরোপে ভয়ংকর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হবে, প্রচুর প্রাণহানি ঘটবে। নতুন করে কোনও দুটি দেশের মধ্যে যুদ্ধ বাধবে। কথা না বলেই, কোনও বাক্যব্যয় না করেই এক মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে যোগাযোগ করা যাবে, এমন কিছু আবিষ্কার করবে বিজ্ঞান।
বাবা ভাঙ্গার সবচেয়ে ভয়ের যে ভবিষ্যদ্বাণীটি করেছিলেন সেটি হল ২০২৫ সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধের শুরু হবে সিরিয়া থেকে। ভাঙ্গা বলেছিলেন, যখনই দেখবে সিরিয়ার পতন হবে তখনই বুঝবে প্রাচ্যের সঙ্গে প্রাশ্চাত্যের যুদ্ধ শুরু হতে চলেছে। ২০২৫ সালের বসন্তে প্রাচ্যে একটি নতুন যুদ্ধ শুরু হবে। তার পরে বিশ্বজুড়ে শুরু হয়ে যাবে তৃতীয় এক বিশ্বযুদ্ধ।
উল্লেখ্য, রবিবার সকালে সিরিয়ার রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। তারা শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ অফিস, টিভি টাওয়ার, রোডিয়ো স্টেশন দখল করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের কোনও খোঁজ নেই। কোনও কোনও মহল থেকে আশঙ্কা করা হচ্ছে বিমানে চড়া পালাতে গিয়ে দুর্ঘনায় তাঁর মৃত্যু হয়েছে। এনিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গা আরও যেসব কথা বলেছিলেন তাও ভয় ধরিয়ে দেওয়ার মতো। তিনি বলেছেন, যুদ্ধে মরাত্মক অবস্থা হবে ইউরোপের। দেখা দেবে প্লেগের মতো অসুখ। তবে পৃথিবীতে মানুষ থেকে যাবে ৫০৭৯ সাল পর্যন্ত। তবে পৃথিবী ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে ২০২৫ সালেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)