<p>ABP Ananda Live: নিজের স্কুলে মানসিক নির্যাতন, হেনস্থার শিকার হয়ে আত্মঘাতী শিক্ষিকা? দীর্ঘদিন ধরে প্রাপ্য টাকা আটকে হেনস্থার অভিযোগ পরিবারের। স্কুলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। দুপুরে ফেসবুক লাইভে অভিযোগের পর সন্ধেয় বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ডানলোপের খালসা মডেল স্কুলের শিক্ষিকা জশবীর কৌবের রহস্য মৃত্যু।</p>
<p> আরও ডানাছাঁটা হল শান্তনু সেনের। সরকারি প্রতিনিধি হিসেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন, এমনই খবর সূত্রের। এর আগে NRS মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। তৃণমূলের মুখপাত্র পদ থেকে আগেই সরানো হয়েছে তৃণমূলের চিকিৎসক নেতাকে।</p>
<p>স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তনু সেনকে। খুব শীঘ্রই তাঁর জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করা হবে। </p>
<p>এই সিদ্ধান্তের কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। কারণ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি এর আগে স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছিলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে শান্তনু সেনকে যেন সরিয়ে দেওয়া হয়। কারণ, বেশকিছু বৈঠকে তিনি আসেননি। মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে তিনবারের বেশি উপস্থিত না থাকলেই তাঁকে সরিয়ে দেওয়া যায়। সেইমতো স্বাস্থ্য দফতরকে চিঠি লিখেছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাল্টা চিঠি লিখেছিলেন শান্তনু সেন। স্বাস্থ্য সচিব এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি লিখেছিলেন। শেষমেশ দেখা গেল, স্বাস্থ্য দফতরের তরফ থেকে মেডিক্যাল কাউন্সিলের সভাপতির সুপারিশই মেনে নেওয়া হল। </p>
Source link
আত্মঘাতী শিক্ষিকা, দীর্ঘদিন ধরে প্রাপ্য টাকা আটকে হেনস্থার অভিযোগ পরিবারের
Read Time:2 Minute, 58 Second