<p><strong>কলকাতা : </strong>কুলতলিতে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আজই দোষীকে ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। অথচ আরজি কর-কাণ্ডে এখন সম্পূর্ণ হয়নি বিচার-প্রক্রিয়া। চার মাস হতে চললেও, এখনও মেলেনি বিচার। এই পরিস্থিতিতে বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল। ‘সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের বিরুদ্ধে CBI চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না সরকার ?’ প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবন অভিযান আন্দোলনকারীদের। তাতে সামিল হয়েছে নিহত চিকিৎসকের পরিবারও।</p>
<p>এ প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "আমরা বারবার বলছি, আমাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা কোনও সাধারণ খুন-ধর্ষণের ঘটনা নয়। যদি একজন মহিলা ডাক্তারকে তাঁর সবথেকে নিরাপদ জায়গা অন-ডিউটি রুমে খুন হতে হল, ধর্ষণ হতে হল। সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হল। তথ্যপ্রমাণ লোপাটের জন্য সেই হাসপাতালের প্রিন্সিপ্যাল এবং পার্শ্ববর্তী থানার ওসি তাঁদের সিবিআই হেফাজতে নিল। সেই সন্দীপ ঘোষই আজ আরজি কর দুর্নীতির মামলায় সিবিআই হেফাজতে। থ্রেট কালচারের সাঙ্গপাঙ্গ..অভীক, বিরূপাক্ষ ক্রাইম সিনে পৌঁছে গেল ৯ অগাস্ট। সিবিআইয়ের আর্থিক তদন্তের মামলায় জেলে রয়েছেন আশিস পাণ্ডে। গোটা জায়গাটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। আমরা চাই, খুন ও ধর্ষণের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, তথ্যপ্রমাণ লোপাট করেছে, প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি। এটাই আমাদের দাবি।" </p>
<p>অপর এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, "আমরা দেখছি, ক্রমশ বিচারপ্রক্রিয়া শ্লথ থেকে শ্লথতর হতে চলেছে। যেখানে কুলতলি, জয়নগরের বিচার হয়ে গেল, সেখানে এতদিন দেরি হচ্ছে কেন ? প্রশাসনের কাছ থেকে সদর্থক ভূমিকা প্রত্যাশা ছিল, সেই জায়গায় পুরো উল্টো ভূমিকায় দেখা যাচ্ছে। অভীক দে-র বিরুদ্ধে ৩২টা অভিযোগ। তাতে রাজ্য সরকারেরই গঠিত কমিটি সিলমোহর দিয়েছিল। তারা যখন তদন্ত-রিপোর্ট জমা দিয়েছিল, সেটাকে তারা ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে। অভীক দে-র বিরুদ্ধে কোনও অ্যাকশনই নেওয়া হয়নি। উল্টে মেডিক্যাল কাউন্সিলে ফেরানো হল। আর্থিক দুর্নীতি মামলা সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে, সেটাতে ক্লিয়ারেন্স দিচ্ছে না। স্বাস্থ্য ভবন কেন ক্লিয়ারেন্স দিচ্ছে না ? সেই দুটো জায়গায় প্রশ্ন করতে আমরা আজ স্বাস্থ্য ভবন যাচ্ছি।"</p>
<p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></strong> </p>
Source link
‘সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের বিরুদ্ধে CBI চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না সরকার?’পথে ডাক্তাররা
Read Time:4 Minute, 27 Second