কলকাতা: নয় নয় কর চার মাস পেরোতে চলেছে। আর জি কর কাণ্ডে বিচার এখনও অধরা। সেই আবহে এবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন নির্যাতিতার মা-বাবা। মেয়ের জন্য বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুললেন তাঁরা। (RG Kar Victim Family)
বৃহস্পতিবার ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। নাম দিয়েছেন, ‘Truth And Justice: Voice for RG Kar Victim’. ওই অ্যাকাউন্টে লিখিত এবং ভিডিও বার্তা পোস্ট করেছেন তাঁরা। মেয়েকে ন্যায় বিচার দিতে সমাজের বৃহত্তর ক্ষেত্রের সমর্থন চেয়েছেন। (RG Kar Case)
ফেসবুক বার্তায় নির্যাতিতার মা-বাবা লিখেছেন, ‘আমাদের মেয়ের জন্য বিচার চাই। আমরা শক্তি সঞ্চয় করে দাঁড়িয়েছি। কিন্তু একার পক্ষে কিছু করা সম্ভব ন.। আপনাদের কণ্ঠ, আপনাদের সমর্থন, আপনাদের ভালবাসাই পরিবর্তন আনতে পারে। অবিচারে উপর আলোকপাত করতে একজোট হোন, যা সঠিক, তার জন্য দাবি জানান। একসঙ্গে আশা জাগাতে পারি আমরা, জবাবদিহি করতে পারি। আমাদের পাশে দাঁড়ান’।
ভিডিও বার্তায় নির্যাতিতার মা-বাবা জানান, ভয়াবহ ঘটনার পর প্রায় চার মাস কেটে গেল। সেই রাতে মেয়ের সঙ্গে ঠিক কী ঘটেছিল, এখনও জানতে পারেননি তাঁরা। কলকাতা পুলিশের তদন্ত ঠিক পথে এগোচ্ছিল না বলে মনে হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। যোগ্য সংস্থার হাতে তদন্তভার তুলে দিতে আর্জি জানান। সেই মতো CBI-এর হাতে তদন্তভার ওঠে। কিন্তু চার মাস পেরোতে চললেও, তদন্তের অগ্রগতি হয়নি।
নির্যাতিতার মা-বাবা আরও বলেন, “এখনও বিচার পাইনি। তাই ভারতবাসীর কাছে আর্জি, মেয়ের জন্য বিচারের এই দাবিতে আমাদের পাশে দাঁড়ান।” এদিন সংবাদমাধ্যমেও মুখ খোলেন নির্যাতিতার মা-বাবা। বিজেপি-র ভূমিকায় যেমন অসন্তোষ প্রকাশ করেন তাঁরা, তেমনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেও যে তাঁদের সঙ্গে দেখা করেননি, তা নিয়ে হতাশা ব্যক্ত করেন। বিচারের দাবিতে এবার আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন তাঁরা।
শুক্রবার স্বাস্থ্যভবন অভিযানে শামিল হবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের কথায়, “আন্দোলন যে ঝিমিয়ে গিয়েছে, সরকার পুরনো ফর্মে ফিরে গিয়েছে। অভীক-বিরূপাক্ষকে আবার কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। আন্দোলন থিতিয়ে গিয়েছে বলেই সরকার এই সাহস পাচ্ছে। এর বিরুদ্ধে আগামী কাল যে বিক্ষোভ-মিছিল হবে, আমরা যোগ দেব। স্বাস্থ্যভবন পর্যন্ত অভিযানে যাব। আমাদেরও আন্দোলন করতে হবে, বুঝে গিয়েছি। আন্দোলন না করলে বিচার পাব না আমরা।”
আর জি কর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে। ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত একা সঞ্জয় রায়কেই চিহ্নিত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের লোকজন থেকে আন্দোলনকারী চিকিৎসকরা। সম্প্রতি বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখাও করেন নির্যাতিতার মা-বাবা। কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে শুধুই হতাশা তাঁদের চোখেমুখে।
আরও দেখুন