লন্ডন : বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ ব্রিটিশ পার্লামেন্টে। একে একে মুখ খুলছেন ব্রিটিশ সাংসদরা। প্রীতি প্যাটেলের পর এবার ব্যারি গার্ডনার। বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর হিংসার ঘটনার কড়া নিন্দা করে সরকারের হস্তক্ষেপ চাইলেন ব্রিটিশ সাংসদরা।
সোমবার ইংল্যান্ডের লেবার পার্টির সাংসদ ব্যারি গার্ডনারের হাউস অফ কমন্সে তোলা প্রশ্নের জবাবে, ইন্দো-পেসিফিকের দায়িত্বে থাকা বিদেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান, গত মাসে তাঁর বাংলাদেশ সফরের সময় অন্তর্বর্তী সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে সেদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে সাহায্য করা হয়।
তিনি বলেন, “পরিচিত হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারির পর ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে যে বিবৃতি জারি করেছে তা নিয়ে আমরা ওয়াকিবহাল। ঘটনার দিকে নজর রেখেছে ইংল্যান্ডের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস। ইংল্যান্ড সরকার পরিস্থিতির দিকে নজর রাখা জারি রাখবে। এর পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করবে, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা কথা। বিশেষ করে সেটা যখন হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে।”
চাপানউতোরের মধ্যেই ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার! সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আইনি অধিকার না দিতে পারার ব্যর্থতা ঢাকার কৌশল ? বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশের ? তলব করা হল ভারতীয় হাই কমিশনারকে। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ নিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হয়। বিকাল ৪টের আগেই ঢাকায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে পৌঁছে যান ভারতীয় হাই কমিশনার। কার্যকরী বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। আতঙ্কের পরিবেশ। বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাল্টা আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয়। শনিবার ঢাকা হয়ে আগরতলা-কলকাতাগামী একটি বাস হামলার শিকার হওয়ার পরই এই ঘটনা।
এই আবহে একমাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন-মামলার শুনানি। সূত্রের খবর, আগামী বছরের ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনও আইনজীবী লড়তে পারলেন না চিন্ময়কৃষ্ণর হয়ে। গতকাল চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী ICU-তে ভর্তি রয়েছেন। এদিন বাকি চিন্ময়কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি ৫০ জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে।
আরও দেখুন