কলকাতা :পেরিয়ে গেল ১ টা সপ্তাহ। গত সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তখন থেকে ৮ দিন ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন-মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে। কিন্তু পাবেন কি চিন্ময়কৃষ্ণ জামিন?
আশার আলো বোধ হয় ক্ষীণ হয়েই চলেছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের পর বাংলাদেশের পুলিশ জেলে পুরেছে আরও ২ গেরুয়াধারীকে। চিন্ময়কৃষ্ণকে খাবার দিয়ে ফিরছিলেন তাঁরা। একজন সন্ন্যাসী মানুষের খাওয়া-দাওয়া সংক্রান্ত বেশ কিছু বাছ-বিচার ও নিয়ম-কানুন থাকে। তাই জেলের খাবার তিনি খেতে পারবেন কি না, জেলের অন্যান্য কয়েদিদের সঙ্গে তিনি সুস্থ থাকতে পারবেন কিনা তা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল ইসকন। আগেই একবার চিন্ময়কৃষ্ণর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল চট্টগ্রামের আদালত। তারপর দিনের পর দিন, অবস্থার উন্নতি তো দূরস্ত, ক্রমেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের জন্য । ইতিমধ্যে অর্ধশতাধিক ইস্কনের সাধুদের সীমান্ত পার করার সময় আটকে দিয়েছে বাংলাদেশ। ভারতে আসার পথেই আটকে দেওয়া হয়েছে তাঁদের। তাই পরিস্থিতি যে আরও জটিল, তা বলাই বাহুল্য ।
চিন্ময়কৃষ্ণের জামিন না-মঞ্জুর হওয়ার পরই বাংলাদেশের নিরাপত্তাবাহিনী ও কৃষ্ণদাস সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ,সেই সময়ই প্রাণ যায় এক আইনজীবীর। প্রথম আলো সূত্রে খবর, এরই মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আসামি করার দাবি তুলেছেন একশ্রেণীর আইনজীবীরা। রবিবার দুপুরে আইনজীবী সাইফুলের জন্য একটি শোক মিছিল করা হয়। তার পর সমাবেশ থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে এ দাবি জানান। এই পরিস্থিতিতে আরওই প্রতিকূর হয়ে উঠল চিন্ময় কৃষ্ণের পরিস্থিতি।
চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। তার আঁচ এপার বাংলাতেও। এই আবহেই আগামীকাল চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি রয়েছে। জামিন পাবেন ইসকনের সন্ন্যাসী? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন : সোমবার সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের
আরও দেখুন