নয়াদিল্লি: আসন্ন মরশুমের আইপিএলে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) নতুন অধিনায়ককে ক্ষমতায় দেখা যাবে, তা কার্যত নিশ্চিতই ছিল। গত তিন মরশুমে আরসিবির অধিনায়কত্ব করা ফাফ ডু প্লেসিকে রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজি। নিলামেও তাঁকে কেনেনি তারা। ফলে আরসিবির হয়ে নতুন মরশুমে (IPL 2025) নতুন নেতাকে দেখা যাবে। কিন্তু কে হবে সেই নেতা?
সম্প্রতি আরসিবি কিংবদন্তি তথা প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স পূর্বাভাস দেন যে আসন্ন মরশুমে হয়তো ফের একবার দলের নেতৃত্বে দেখা যেতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)। এবার কোহলির সতীর্থ আর অশ্বিনও (R Ashwin) একই সুরে কথা বললেন। নিলামে আরসিবি কেমন পারফর্ম করেছে, তা পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘যতদূর যা মনে হচ্ছে বিরাট কোহলিই ওই দলকে নেতৃত্ব দেবে। আমার অন্তত এমনটাই মনে হচ্ছে কারণ ওরা কোনও অধিনায়কের জন্য তেমনভাবে ঝাঁপায়নি। ওরা অন্য কাউকে অধিনায়ক করতেই পারে। তবে আমি বিরাট কোহলি ছাড়া অন্য কাউকে অধিনায়কের দাবিদার হিসাবে দেখতে পাচ্ছি না।’
বিরাট কোহলি ২০২১ সালে আরসিবির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। তবে ডু প্লেসির অনুপস্থিতি তিনি কিন্তু কয়েক ম্যাচের জন্য দলকে নেতৃত্ব দিয়েছেন। তাই কোহলির হাতে ফের একবার আরসিবির নেতৃত্বের ব্যাটন উঠলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না।
তাঁর অত্যন্ত কাছে বন্ধু ডিভিলিয়ার্সও এমনটাই মনে করছেন। নিজের ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স নিশ্চিত করেছেন, ‘কোনও অফিসিয়াল ঘোষণা না হলেও, আগামী মরশুমে অধিনায়কত্বের দায়িত্ব নিতে চলেছেন বিরাট কোহলিই। আমার মনে হয় না বিষয়টি নিশ্চিত হয়েছে। কিন্তু, স্কোয়্যাডকে তিনিই নেতৃত্ব দেবেন।’
তাঁর সংযোজন, আমরা পেয়েছি ভুবনেশ্বর কুমারকে। জশ হ্যাজেলউডকে নিয়েও খুশি। একাধিকজনকে অবশ্য খুইয়েছিও। কাছাকাছি ছিল রাবাডা। কিন্তু, লুঙ্গি গিডিকে অন্তত পেয়েছি। ও খুব চমৎকার স্লোয়ার দেয়। যদি ও ফর্মে ও ফিট থাকে, তাহলে ওকে সমীহ করতে হবে। আর. অশ্বিনকে আমরা পেলাম না। সিএসকে ওকে পেয়েছে। যদিও ওকে আবার হলুদ জার্সিতে দেখে আমি খুব খুশি। সার্বিকভাবে, আমি খুশি। সামঞ্জস্যপূর্ণ একটা স্কোয়াড তৈরি হয়েছে। আমরা কোনও ম্যাচ উইনার স্পিনার পাইনি। কিন্তু, আমরা এমনভাবে স্কোয়াডকে ব্যালেন্স করেছি, তাতে মনে হচ্ছে আমরা চিন্নাস্বামীকে দুর্গে পরিণত করতে পারব। চিন্নাস্বামীতে পরিশ্রম করতে হবে স্কোয়াডকে।
আরও পড়ুন: বিশ্বরেকর্ড ভাঙবে, কথা দিয়েছিল কোচকে, IPL- এ ইতিহাসগড়া বৈভবের ধ্যান-জ্ঞান ব্যাটিং আর চিকেন!
আরও দেখুন