ডি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুয়াশার কথা মাথায় রেখে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এবার রবিবার একাধিক লোকল ট্রেন বাতিল করা হল।
আরও পড়ুন-‘বাংলাদেশ যে নোংরামি করছে, তাতে ইউনূসের নোবেল কেড়ে নেওয়া উচিত!’
হাওড়া-আরামবাগ লাইনের একাধিক ট্রেন ওই বাতিলের তালিকায় রয়েছে। তারকেশ্বর-বাহিরখণ্ড অংশে একটি ব্রিজ মেরামতির জন্য রবিবার বাতিল হয়েছে ওইসব লোকাল ট্রেন।
আপ লাইন
হাওড়া-তারকেশ্বর (37309, 37311, 37313, 37315, 37317)
শেওড়াফুলি-তারকেশ্বর (37411, 37415)
হাওড়া-আরামবাগ ( 37359)
হাওড়া-গোঘাট ( 37371)
ডাউন লাইন
তারকেশ্বর-হাওড়া (37312, 37314, 37316, 37318, 37320, 37322)
তারকেশ্বর-শেওড়াফুলি (37412, 37416)
আরামবাগ-হাওড়া (37360)
গোঘাট- হাওড়া (37372)
এদিকে ইতিমধ্য়েই একগুচ্ছ একপ্রেস ট্রেন বাতিলের কথা ঘোষণা করে গিয়েছে রেল। সেগুলি হল-
মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল এইসব তারিখে
## হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস(03/12, 06/12, 10/12, 13/12, 17/12, 20/12, 24/12, 27/12, 31/12/2024, 03/01, 07/01, 10/01, 14/01, 17/01, 21/01, 24/01, 28/01, 31/01/2025, 04/02, 07/02, 11/02, 14/02, 18/02, 21/02, 25/02 & 28/02/2025)
## দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস(04/12, 07/12, 11/12, 14/12, 18/12, 21/12, 25/12, 28/12/2024, 01/01, 04/01, 08/01, 11/01, 15/01, 18/01, 22/01, 25/01, 29/01/2025, 01/02, 05/02, 08/02, 12/02, 15/02, 19/12, 22/02, 26/02/2025 & 01/03/2025)
## ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস (06/12, 13/12, 20/12, 27/12/2024 & 03/01, 10/01/2025)
## কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস(08/12, 15/12, 22/12, 29/12/2024 & 05/01, 12/01/2025)
## কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস(02/12, 09/12, 16/12, 23/12, 30/12/2024, 06/01, 13/01, 20/01, 27/01/2025, 03/02, 10/02, 17/02, 24/02/2025)
## গয়া-কামাক্ষা উইকলি এক্সপ্রেস(03/12, 10/12, 17/12, 24/12, 31/12/2024, 07/01, 14/01, 21/01, 28/01/2025, 04/02, 11/02, 18/02, 25/02/2025)
## নয়া দিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস (on 01/12, 05/12, 08/12, 12/12, 15/12, 19/12, 22/12, 26/12/2024, 02/01, 05/01, 09/01, 12/01, 16/01, 19/01, 23/01, 26/01, 30/01/2025, 02/02, 06/02, 09/02, 13/02, 16/02, 20/02, 23/02 & 27/02/2025)
## মালদহ টাউন-নয়া দিল্লি এক্সপ্রেস(03/12, 07/12, 10/12, 14/12, 17/12, 21/12, 24/12, 28/12, 31/12/2024, 04/01, 07/01, 11/01, 14/01, 18/01, 21/01, 25/01, 28/01/2025, 01/02, 04/02, 08/02, 11/02, 15/02, 18/02, 22/02, 25/02/2025 & 01.03.2025)
এইসব তারিখে আংশিকভাবে বাতিল এই ট্রেনগুলি
## মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস (02/12, 09/12, 16/12, 23/12, 30/12/2024 & 06/01/2025)
## হাওড়া-মথুরা চম্বল এক্সপ্রেস (06/12, 13/12, 20/12, 27/12/2024 & 03/01, 10/01/2025 )
## কলকাতা-অমৃতসর এক্সপ্রেস (07/12, 14/12, 21/12, 28/12/2024, 04/01, 11/01, 18/01, 25/01, 01/02, 08/02, 15/02, 22/02/2025)
## অমৃতসর-কলকাতা এক্সপ্রেস (09/12, 16/12, 23/12, 30/12/2024, 06/01, 13/01, 20/01, 27/01, 03/02, 10/02, 17/02, 24/02/2025)
## হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস (01/12, 08/12, 15/12, 22/12, 29/12/2024, 05/01, 12/01, 19/01, 26/01, 02/02, 09/02, 16/02, 23/02/2025)
## কাঠগোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস (03/12, 10/12, 17/12, 24/12, 31/12/2024, 07/01, 14/01, 21/01, 28/01, 04/02, 11/02, 18/02, 25/02/2025 )
## আনন্দবিহার-ভাগলপুর গরিবরথ এক্সপ্রেস (04/12, 11/12, 18/12, 25/12/2024, 01/01, 08/01/2025)
## ভাগলপুর-আনন্দবিহার গরিবরথ এক্সপ্রেস (05/12, 12/12, 19/12, 26/12/2024, 02/01, 09/01/2025)
## আজমেঢ়-শিয়ালদহ সুপারফাস্ট এক্সপ্রেস (03/12, 05/12, 07/12, 10/12, 12/12, 14/12, 17/12, 19/12, 21/12, 24/12, 26/12, 28/12, 31/12/2024, 02/01, 04/01, 07/01, 09/01/2025)
## শিয়ালদহ-আজমেঢ় সুপারফাস্ট এক্সপ্রেস (04/12, 06/12, 08/12, 11/12, 13/12, 15/12, 18/12, 20/12, 22/12, 25/12, 27/12, 29/12/2024, 01/01, 03/01, 05/01, 08/01, 10/01/2025)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)