# Tags
#Blog

মুক্তির আগেই একাধিক হিট সিনেমাকে টপকে নতুন রেকর্ড গড়ল ‘পুষ্পা ২’

মুক্তির আগেই একাধিক হিট সিনেমাকে টপকে নতুন রেকর্ড গড়ল ‘পুষ্পা ২’
Listen to this article


কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। কার্যত দিন গোনা শুরু করে দিয়েছেন ‘পুষ্পা’ অনুরাগীরা। ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত ছবি ‘পুষ্পা-দ্য রুল’ বা ‘পুষ্পা ২’। এই ছবির প্রথম ভাগ ভীষণভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। আর এবার, নতুন সিনেমা, নতুন অধ্যায় নিয়েও দর্শকদের মধ্যে চাঞ্চল্য রয়েছে। তবে মুক্তির আগেই নতুন রেকর্ড করে ফেলল ‘পুষ্পা ২’! কী সেই রেকর্ড? নজর রাখা যাক। 

তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। আর এই রেকর্ড গড়েছে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ছবিটি। ইতিমধ্যেই খুলে গিয়েছে ছবির অ্যাডভান্স বুকিং। আর সেই বুকিং কাউন্টার খোলার পরেই বিক্রি হয়ে গিয়েছে রেকর্ড পরিমাণ টিকিট। জানা গিয়েছে, গোটা দেশে অ্যাডভান্স বুকিং খোলার প্রথম ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষায় ‘পুষ্পা ২’ দেখার জন্য বিক্রি হয়ে গিয়েছে ৫৫ হাজার টিকিট! হিন্দি ছবির ক্ষেত্রে এত তাড়াতাড়ি এট টিকিট বিক্রি হওয়ার রেকর্ড খুব কম রয়েছে। 

‘অ্যানিমাল’ ও ‘গদর ২’-এর রেকর্ডকে ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ‘পুষ্পা’। মনে করা হচ্ছে, ছবি মুক্তির আগেই এই সিনেমা ৫ লাখেরও বেশি আয় করে ফেলবে। ৬ বছর আগে, ‘বাহুবলী ২’ নিয়ে এই উন্মাদনা দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে ‘পুষ্পা ২’ ছুঁয়ে ফেলবে সেই রেকর্ডকেও। নন ন্যাশানাল চেন ও সিঙ্গল স্ক্রিনগুলিতেও টিকিট বিক্রির সংখ্যা বেশ ভালই। মনে করা হচ্ছে, মুক্তির পরে আয়ের নতুন রেকর্ড গড়বে এই সিনেমা। প্রসঙ্গত, ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। 

তবে সদ্য সেন্সর বোর্ড এই ছবির ওপর বেশ কিছু শর্ত চাপিয়েছে। ছবিতে একাধিক বদল করতে হয়েছে। তিনটি জায়গায় ভাষা বদল করতে বলা হয়েছে কারণ সেন্সর বোর্ডের তরফ থেকে বলা হয়েছে সেখানে এমন কিছু  ভাষা ব্যবহার করা হয়েছে, নাকি ছাপার অযোগ্য। এছাড়া দক্ষিণ ভারতের পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তার বদলে ব্যবহার করতে বলা হয়েছে ঈশ্বর শব্দটি। এছাড়াও ছবিতে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে দেখা যেত অল্লু অর্জুন লড়াইয়ের সময়ে শত্রুপক্ষের পা ছিঁড়ে নিচ্ছে। এই দৃশ্যটির ওপর কাঁচি চলেছে। বাদ দিতে বলা হয়েছে এই দৃশ্যটিকেও। এছাড়াও একাধিক ছোট ছোট বদল আনতে হয়েছে ছবিতে। 

আরও পড়ুন: Swastika Mukherjee: ‘মায়ের ছায়া হয়ে বাঁচব…’, ছবি দেখে এই তারকাকে তাঁর মায়ের সঙ্গে গুলিয়ে ফেলছেন নেটিজেনরা!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal