মুম্বই: শুক্রবার মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে বোর্ড সচিব জয় শাহ (Jay Shah), অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) উপস্থিততে উন্মোচিত হল ভারতীয় দলের (Indian Cricket Team নতুন জার্সি। প্রথাগত নীল রঙের জার্সিরই নকশায় কিছু রদবদল ঘটিয়ে প্রকাশ্যে এল এই নতুন জার্সি। জার্সিতে কাঁধে ভারতের তেরঙ্গা স্ট্রাইপও রয়েছে।
এই জার্সি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হরমনপ্রীত কৌর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজ এই জার্সি প্রকাশ করতে পারাটা আমার কাছে দারুণ গর্বের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে আমরাই প্রথম এই জার্সি পরে মাঠ নামতে পারব ভেবে আনন্দও হচ্ছে। জার্সিটা খুব পছন্দ হয়েছে আমার। কাঁধের কাছে তেরঙ্গাটা খুবই সুন্দর দেখাচ্ছে। দলের হয়ে বিশেষ ওয়ান ডে জার্সি পাওয়ায় আমরা খুবই খুশি। এই জার্সি পরাটা সবসময়ই সৌভাগ্যের। এর পিছনে সকলে প্রচুর খাটা খাটনি হয়। আশা করছি ভারতীয় সমর্থকরাও এটা পছন্দ করবেন এবং এটা পরে গর্বিত বোধ করবেন।’
📍 BCCI Headquarters, Mumbai
Mr Jay Shah, Honorary Secretary, BCCI & Ms Harmanpreet Kaur, Captain, Indian Cricket Team unveiled #TeamIndia‘s new ODI jersey 👏 👏@JayShah | @ImHarmanpreet | @adidas pic.twitter.com/YujTcjDHRO
— BCCI (@BCCI) November 29, 2024
তবে হরমনপ্রীত এই জার্সি উন্মোচন করলেও শুধু তাঁরা নন, ভারতীয় দলের পুরুষ ক্রিকেটাররাও এই জার্সি পরে মাঠে পরে নামবেন।
আরও পড়ুন: নতুন কোচ দলের বদলে দিয়েছেন মনোভাব, ইস্টবেঙ্গলকে মরশুমের প্রথম জয় এনে দিয়ে দাবি দিয়ামান্তাকসের
আরও দেখুন