জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারের সম্মুখীন। আক্রমণ হয়েছে তাদের ধর্মীয় স্থানে। এবার সেদেশে গ্রেফতার এক হিন্দু সাধু। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে চট্টগ্রামের এক আদালত। এনিয়ে বাংলাদেশ সরকারকে কড়া বার্তা দিল ভারত।
আরও পড়ুন- সহযাত্রীর কথায় ভুলেছিলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সর্বস্ব হারালেন ২ বাংলাদেশি পর্যটক
মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও জামিন নাকচের ঘটনায় আমরা উদ্বিগ্ন। চিন্ময় প্রভু বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। এই ঘটনার জেরে আরও অনেক সংখ্যালঘুর উপরে হামলা হয়েছে। সংখ্যালঘুদের ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পাশাপাশি বহু মন্দিরের দেব দেবীর মূর্তি ভাঙচুর করা হয়েছে।
ওই বার্তায় আরও বলা হয়েছে ওইসব ঘটনায় হামলাকারীরা এখনও পলাতক। যারা চিন্ময় দাসের গ্রেফতারিতে শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন তাদের উপরে হামলা হচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন যে সে দেশে সব সংখ্য়ালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ দেওয়া হোক।
প্রসঙ্গত চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)