জনবহুল এলাকার স্টেট ব্যাঙ্কের এই ব্রাঞ্চে চুরি, লকার ভেঙে সোনা লুঠ, মাথায় হাত গ্রাহকদের
![জনবহুল এলাকার স্টেট ব্যাঙ্কের এই ব্রাঞ্চে চুরি, লকার ভেঙে সোনা লুঠ, মাথায় হাত গ্রাহকদের জনবহুল এলাকার স্টেট ব্যাঙ্কের এই ব্রাঞ্চে চুরি, লকার ভেঙে সোনা লুঠ, মাথায় হাত গ্রাহকদের](https://i2.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/23d98bfb29eff03aa210288b0dc31d341732519914763223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলার বাটা মোড়ে জনবহুল, ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি। সকালে ব্যাঙ্ক খুলতেই দেখা যায়, স্টেট ব্যাঙ্কের এই শাখার লকার রুমের দরজার তালা ভাঙা, পিছনের দরজাও ভাঙা ছিল।
পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের ভিতরের CC ক্যামেরার তার কাটা ছিল, DVR-ও গায়েব। কত টাকা বা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাতে ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগেই লুঠ বলে অনুমান পুলিশের। নিরাপত্তা নিয়ে চিন্তিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকরা। মহেশতলার বাটা মোড়ে আরও একটি ব্যাঙ্ক রয়েছে, রয়েছে একাধিক ATM। গুরুত্বপূর্ণ এলাকায় CC ক্যামেরার নজরদারি কি ছিল? প্রশ্ন গ্রাহকদের।
সুত্র মারফত জানা গিয়েছে ব্যাঙ্কের ভল্ট এবং পেছনের দরজা দুটোই ভাঙা ছিল। তবে আনুমানিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, ভেতরে থাকা সিসি টিভির সমস্ত তথ্য এবং কেবল কেটে চোর বা চোরের দলেরা নিয়ে চলে গিয়েছে। আপাতত সাময়িক ভাবে ওই শাখায় ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা। ঘিঞ্জি এলাকার এহেন ঘটনায় স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর ছড়াতেই ব্যাঙ্কের সামনে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন গ্রাহকেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন