<p>ABP Ananda Live: মহেশতলার বাটা মোড়ে জনবহুল, ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি। সকালে ব্যাঙ্ক খুলতেই দেখা যায়, স্টেট ব্যাঙ্কের এই শাখার লকার রুমের দরজার তালা ভাঙা, পিছনের দরজাও ভাঙা ছিল। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের ভিতরের CC ক্যামেরার তার কাটা ছিল, DVR-ও গায়েব। কত টাকা বা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাতে ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগেই লুঠ বলে অনুমান পুলিশের।</p>
<p> </p>
<p>আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই? </p>
<p> ছুটির দিনে শহরে ফের আগুন আতঙ্ক। এবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। দোতলার বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। সন্ধেয় হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে।</p>
Source link
মহেশতলার বাটা মোড়ে জনবহুল, ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি!
Read Time:2 Minute, 14 Second