পারথ: তাঁদের দুইজনের সম্পর্কের সমীকরণ সবসময় খুব একটা মসৃণ ছিল না। আইপিএলে বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সংঘর্ষ শিরোনাম কেড়েছিল। তবে পরিবেশ, পরিস্থিতি, সবটাই বদলেছে আর সেই সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণও। রবিবাসরীয় পারথে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে ফের একবার তার প্রমাণ পাওয়া গেল।
প্রাক্তন সতীর্থরা বর্তমানে ভিন্ন ভূমিকায়। গৌতম গম্ভীর এখন টিম ইন্ডিয়ার প্রধান কোচ। আর কোহলি সেই দলেরই তারকা এবং সবথেকে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। সময় যে সবকিছুই বদলে দেয়, সম্ভবত রবিবারের ঘটনাটি না দেখলে তা বোঝা দায়। ঠিক কী এমন ঘটল পারথে তৃতীয় দিনের খেলায়?
অজ়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকান ভারতীয় দলের তারকা ক্রিকেটার। তারপরেই ইনিংস ঘোষণা করে দেন যশপ্রীত বুমরা। মাঠে উপস্থিত জনগণ ও সতীর্থদের প্রবল করতালির মাঝে মাঠ ছাড়েন ‘কিং কোহলি’। তিনি সাজঘরে প্রবেশও করতে পারেননি। করিডরেই তাঁকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন গৌতম গম্ভীর। দুই তারকা আলিঙ্গন সারান। দুরন্ত সেঞ্চুরির জন্য উষ্ণ অভ্যর্থনা দেন গম্ভীর। দুইজনের এই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। বিসিসিআইয়ের তরফেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
Raw emotions from the dugout as Virat Kohli reaches his 30th Test TON!
This one’s a treat for the eyes 🤗#TeamIndia | #AUSvIND | @imVkohli pic.twitter.com/PD2kCIgvRk
— BCCI (@BCCI) November 24, 2024
এদিন সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন বিরাট কোহলি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে শততম সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। তিনি লিস্ট এ ক্রিকেটে ৫৪টি, টি-২০-তে নয়টি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৩৭টি সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য সচিনের ১০০টি সেঞ্চুরির থেকে এখনও ১৯ পিছনে রয়েছেন কোহলি।
ম্যাচের সমস্ত আপডেট পেতে ক্লিক করুন এখানে…
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট চলাকালীনই পারথে পৌঁছলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা
আরও দেখুন