৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী
![৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী](https://i2.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/6463b43b4f469fa9c00f2be691c62f77173250680383851_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p><strong>সোমনাথ মিত্র, হুগলি: </strong>গুড়াপে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় উদ্ধার দেহ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে। </p>
<p><strong>ধর্ষণ করে খুনের অভিযোগ:</strong> জয়নগর, জয়গাঁ, ফরাক্কার পর হুগলির গুড়াপ। এবার ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে গুড়াপ থানার পুলিশ। পরিবারের দাবি, গতকাল বিকেলে নিখোঁজ হয়ে যায় শিশুকন্যা। খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে তাকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই প্রতিবেশীকে গ্রেফতার করে গুড়াপ থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ-খুনের অভিযোগ-সহ পকসো আইনে মামলা রুজু হয়েছে। </p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em> </u></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="Mamata Banerjee: আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, কী নিয়ে আলোচনার সম্ভাবনা?" href="https://bengali.abplive.com/district/mamata-banerjee-tmc-working-committee-meeting-today-1107442" target="_self">Mamata Banerjee: আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, কী নিয়ে আলোচনার সম্ভাবনা?</a></strong></p>
Source link