# Tags
#Blog

Parliament Winter season 2024: আজ থেকে শুরু শীতকালীন অধিবেশন, আদানি প্রসঙ্গে উত্তাল হতে পারে সংসদ…

Parliament Winter season 2024: আজ থেকে শুরু শীতকালীন অধিবেশন, আদানি প্রসঙ্গে উত্তাল হতে পারে সংসদ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, ২৫ নভেম্বর থেকে বসছে সংসদের শীতকালীন অধিবেশন। একদিকে মহারাষ্ট্র জয়ের পর চাঙ্গা বিজেপি তথা এনডিএ শিবির। তারা চায় এই অধিবেশনে ওয়াকফ বিল-সহ অন্তত ৭টি বিল নিয়ে আলোচনা এবং এই অধিবেশনেই সেগুলো পাশ করাতে। অন‍্যদিকে আদানী ও মণিপুর ইস‍্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধতে মরিয়া বিরোধী শিবির। ওয়াকফ জেপিসি নিয়েও সরব হবেন বিরোধীরা। আজ অধিবেশন শুরুর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকদের মুখোমুখি হবেন। একই সময় ইন্ডিয়া ব্লকের সদস‍্যরাও বৈঠকে বসতে চলেছেন এই অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে। 

আরও পড়ুন: Salary Hike: অষ্টম পে কমিশনে বাড়বে ১৮৬ শতাংশ! সরকারি কর্মীরা ন্যূনতম বেতন পাবেন ৫০ হাজার?

আগামী ২০শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। সরকারের তরফে এই অধিবেশনে যে যে বিল গুলি পাশ করানোর চেষ্টা করা হবে সেগুলি হল— বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল, গোয়া বিধানসভায় তপশিলি জাতি ও উপজাতি সম্পর্কিত বিল, ওয়াকফ বিল ২০২৪, সমুদ্রপথে পণ্য পরিবহন সংক্রান্ত বিল, রেলওয়ে সংশোধনী বিল, ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল। নতুন বিলের তালিকায় রয়েছে, রাষ্ট্রীয় সহকারি বিশ্ববিদ্যালয় বিল, পাঞ্জাব কোর্ট বিল, মার্চেন্ট শিপিং বিল, কোষ্টাল শিপিং বিল এবং ইন্ডিয়ান পোর্টস বিল। এছাড়াও ২০২৪-২৫ সালের বাজেট অতিরিক্ত বরাদ্দ নিয়েও আলোচনা হবে বলে জানানো হয়েছে লোকসভার বুলেটিনে।

পাশাপাশি আজ থেকেই শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন। প্রথম দিন শোক প্রস্তাব পেশ করার পরেই অধিবেশন শেষ হবে। আগামীকাল ও পরশু সংবিধান দিবস উপলক্ষে আনা প্রস্তাবের উপর আলোচনা। এছাড়া ওয়াকফ নিয়েও একটি প্রস্তাব আসতে চলেছে  এই অধিবেশনে। আর জি কর ঘটনার পর ‘অপরাজিতা বিল’ আনার জন্য শেষ বিধানসভা অধিবেশন বসেছিল। বিধানসভায় পাস হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই বিল আইনে পরিণত হয়নি। 

আরও পড়ুন: India’s Last Railway Station: আশ্চর্য ভারতীয় রেল! বছরে মাত্র দু’বার খোলে স্টেশন, প্লাটফর্মে যেতে লাগে ভিসা…

কারণ বিল রাজভবন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে তবে সেই অধিবেশনে বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল শাসকদলকে। কিন্তু সদ্য শেষ হওয়া উপনির্বাচনে ছয়টি আসনে জয়লাভ করে এই মুহূর্তে মনোবল তুঙ্গে শাসকদলের। ফলে তা নিয়ে  কটাক্ষ উড়ে আসবে বিরোধীদের দিকে তা স্পষ্ট। সেই কটাক্ষ আটকাতে প্রধান বিরোধী দল বিজেপির কি পরিকল্পনা হবে সেদিকে নজর থাকবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal