Kunal Ghosh: ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর টাকা মানুষের কাছে পৌঁছয় না’, কোন প্রসঙ্গে বললেন কুণাল? উপনির্বাচনে ৬ টি আসনে জিততেই বিজেপিকে আক্রমণ কুণালের। কুণাল ঘোষ এদিন বলেন, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল গ্রহণ করছেন।’
আরজিকর কাণ্ডের ১০০ দিন ইতিমধ্যেই পার হয়েছে। প্রতিবাদ মিছিলে মমতার সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বারবার বিরোধীরা। এদিকে আজ রাজ্যের ৬ কেন্দ্রেই তৃণমূলের জয়ের পর বিস্ফোরক মন্তব্য বাঁকুড়া তৃণমূল নেতৃত্বের। শাসকনেতার দাবি, ঐতিহাসিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের যে অগাধ আস্থা, অগাধ বিশ্বাস, সেই আস্থা ও বিশ্বাসের জয়। আরজি করকে কেন্দ্র করে, যেভাবে সারা পশ্চিমবাংলায় সিপিএম এবং বিজেপি, পশ্চিমবাংলাকে ভারতবর্ষের বুকে কালিমালিপ্ত করতে চেয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেয়েছিল, তার বিরুদ্ধে একটা ঐতিহাসিক মতদান পশ্চিমবাংলার মানুষের। তাঁরা বুঝিয়ে দিয়েছে, আরজি কর সাজানো ঘটনা, সঠিক মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাক্তিত্ব।’