মুম্বই : একদিকে পশ্চিমবঙ্গে চলছে উপনির্বাচনের ভোটগণনা । অন্যদিকে মারাঠাভূমেও চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৫টি রাজ্য়ের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও ২টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল জানা যাবে শনিবার। মহারাষ্ট্রে সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই। কখনও পাল্লা ভারী মহাযুতি জোটের, কখনও আঘাড়ীর। সকাল ৯ টা অবধি, কখনও এগোচ্ছে বিজেপির জোট, কখনও কংগ্রেসের জোট।
মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন ২৮৮টি। ম্যাজিক ফিগার ১৪৫। মহারাষ্ট্রে এবার লড়াই মূলত দ্বিমুখী। একদিকে বিজেপি, শিবসেনার শিণ্ডে গোষ্ঠী এবং NCP-র অজিত গোষ্ঠীর মহাযুতি জোট। অন্য দিকে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পওয়ারের NCP-র মহাবিকাশ আঘাড়ী জোট। সকাল ৯ টার খবর অনুসারে ১২৩ টি আসনে এগিয়ে বিজেপির জোট । ১২৭ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসের জোট। অন্যান্যরা এগিয়ে ১২ টি আসনে।
মহারাষ্ট্রে গণনা শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন জায়গায় পড়েছে মহাযুতির সমর্থনে পোস্টার, যেখানে এনসিপি নেতা অজিত পওয়ারকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া হয়েছে। যদিও পরে সেই পোস্টার সরিয়ে নেওয়া হয়।
বেশিরভাগ এক্সিট পোল বিজেপি নেতৃত্বাধীন জোটের জয়ের পূর্বাভাস দিয়েছে। কেউ কেউ অবশ্য মহারাষ্ট্রে টানটান লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে। তবে কিন্তু অতীতে এবং সাম্প্রতিককালে যেভাবে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল, তাতে এর ওপর ভরসা রাখা এখন অত্য়ন্ত কঠিন বিষয়। তাই আদতে কে কোন দল জিতবে আর কে হারবে তার জন্য় অপেক্ষা করতে হবে শনিবার ভোট গণনা শেষ হওয়া অবধি।
আরও পড়ুন :
সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে
আরও দেখুন