নন্দীগ্রাম : মুখ্যমন্ত্রীর পর এবার পুলিশের একাংশকে নিশানা কুণাল ঘোষের । ‘ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার…কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাব।’ নন্দীগ্রামে তৃণমূলের উপর হামলার অভিযোগে প্রতিবাদ সভা থেকে ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিলেন তৃণমূল নেতা।
কলকাতা থেকে জেলা, দিকে দিকে যখন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি-তোলাবাজির অভিযোগ উঠছে, বিরোধীরা যখন এ নিয়ে সোচ্চার, তখন তা নিয়ে কিছু না বললেও উল্টে নিচুতলার পুলিশ কর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছেন, “পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করেন বেশি। পাঁচ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবেন। জনগণের টাকা খাওয়া কি উচিত ? তাঁদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস। আর চুরি করবে CISF টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে আমি এটা বরদাস্ত করব না। যদি কোনও রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো।”
কলকাতায় তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার পর বারবার অবৈধ নির্মাণকারীদের সঙ্গে তৃণমূলের একাংশের যোগাযোগের অভিযোগ উঠেছে। খোদ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র পুলিশের হাত-পা বেঁধে দেওয়া নিয়ে তৃণমূলেরই একাংশের দিকে আঙুল তোলেন। এই আবহে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন কুণাল ঘোষ।
কী বললেন কুণাল ঘোষ ?
এদিন সভা থেকে সুর চড়িয়ে তৃণমূল নেতা বলেন, “সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যাঁরা পুলিশের মধ্যে রয়ে গেছেন এবং সুযোগ পেলে সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজগুলো দেন, তাঁদের চিহ্নিত করার সময় এসেছে। পুলিশকেও বলব, প্রশাসনকেও বলব, যা ইচ্ছা করুন। লিখে রেখে দিন, ২০২৬-এ ২৫০ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন। ২৫০ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে, যাঁরা মনে করছেন পুলিশ-প্রশাসনের মধ্যে থেকে সিপিএম-বিজেপির দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার…কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাব। যখন ২৫০ সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসবেন।”
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন