<p><strong>গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:</strong> বাংলা আবাস যোজনায় রাজ্যের দিকে দিকে তালিকায় শাসক দলের নেতা কর্মীদের নাম থাকায় ক্ষোভ চরমে উঠেছে। অনেক তৃণমূল নেতা কর্মীর পাকা বাড়ি থাকা সত্ত্বেও সমীক্ষার সময় গোয়ালঘর বা রান্নাঘরের ছবি তোলানোর অভিযোগ উঠেছে।</p>
<p>তবে দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবার ১ নম্বর ব্লকে উলটপুরাণ। এই ব্লকের তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের নাম তালিকায় থাকলেও বাড়ি নিতে চান না বলে বিডিওর কাছে লিখিত আবেদন করেছেন। দুই পঞ্চায়েত সদস্যের আবেদন পাওয়ার পর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দুই জনপ্রতিনিধির নাম। এরা হলেন বাসুলডাঙ্গা পঞ্চায়েতের চাঁদা গ্রামের পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাট পঞ্চায়েতের রাজু সরকার। দুজনেরই ২০১৮ সালে কাঁচাবাড়ি ছিল বলে জানিয়েছেন। পরে দুজনেই ঋণ নিয়ে পাকা বাড়ি তৈরি করেন। তাঁরা চান গ্রামের অন্য মানুষ এই আবাস পাক। বাড়ি ফেরানোর ঘটনাকে ডায়মন্ড হারবার মডেল বলে জানিয়েছেন বিধায়ক পান্নালাল হালদার। প্রশংসা করেছেন বিডিও। তবে বাড়ি ফেরানোর আবেদনকে কটাক্ষ করেছে বিজেপি।</p>
<p>জেলায় জেলায় যখন একের পর এক আবাস দুর্নীতি প্রকাশ্যে আসছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের তালিকায় নাম উঠছে তাঁদের। এদিকে কাঁচাবাড়ির মালিকরা থেকে যাচ্ছেন সেই এক তিমিরেই। বারবার নাম জড়াচ্ছে শাসক নেতাদের। ঠিক এমনই এক সময়ে সম্প্রতি ব্যতিক্রমী ছবি ধরা পড়েছিল পূর্ব মেদিনীপুরে। ‘আবাস’ তালিকায় নাম থেকেও বাড়ি নেননি পাঁশকুড়ায় TMC বুথ সভাপতি। এ যেনও উলটপুরাণ। আবাস যোজনা তালিকায় নাম থাকলেও বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিডিওকে সম্প্রতি চিঠি দিয়েছেন পাঁশকুড়ার তৃণমূলের বুথ সভাপতি তথা প্রাক্তন উপ-প্রধান শক্তিপদ মান্না। শাসকদলের তরফে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হলেও, ‘জনরোষের ভয়ে তৃণমূল নেতার এই সিদ্ধান্ত’, খোঁচা বিজেপির।</p>
<p>আরও পড়ুন, <a title="মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের" href="https://bengali.abplive.com/district/calcutta-high-court-justice-amrita-singha-stay-order-on-the-order-to-demolish-on-mandarmani-hotels-1106915" target="_self">মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের</a></p>
<p>রাজ্যজুড়ে আবাস যোজনা নিয়ে যখন একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তার মাঝেই সম্প্রতি বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা নস্করদীঘি গ্ৰামের তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ মান্না। ২০১৩ -২০১৮ পর্যন্ত তিনি সামলেছেন উপ-প্রধানের দায়িত্ব।বর্তমানে তিনি নস্করদীঘি বুথের তৃণমূলের বুথ সভাপতি। বাড়ি ছাড়ার ইচ্ছেপ্রকাশ করে ইতিমধ্যে দলীয় নেতৃত্ব ও পাঁশকুড়া ব্লকের বিডিওকে জানিয়েছিলেন বাড়ি না নেওয়ার কথা। </p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1732342664907000&usg=AOvVaw35OqesOfBS3U5EwmCDCO3j">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link
‘পাকা বাড়ি থেকেও সমীক্ষায় গোয়ালঘরের ছবি’,উলটপুরাণ ডায়মন্ড হারবারে, ‘আবাসে’ নাম বাদ ২ TMC সদস্যর
Read Time:5 Minute, 29 Second