<p>ABP Ananda live: ‘কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছে না’ । ‘নিচু লেভেলের কিছু অফিসার-কর্মী এবং পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরিতে সাহায্য করছে’ । ‘বালি-পাথরের জায়গা টেন্ডার করে দাও’ । ‘রাজনৈতিক দলের লোক হলে আইনত জেলে পাঠানো হোক’ । ‘আমি এক টাকাও নিই না, অন্য কেউ নিলে ছাড়া কেন হবে ?’ । ‘দুর্নীতি করলে আমি বাঁচাব না’ । ‘বাংলায় পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে, কেন নাসিক থেকে পেঁয়াজ আনতে হবে ?’ । ‘দালালরা সমাজকে শেষ করছে, আর ভাগ দিচ্ছে অনেককে’ । ‘অ্যান্টি করাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করতে হবে’ । ‘কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নিতে হবে’ । ‘আমি পুরো সিআইডির খোলনলচে বদলে দেব’, মন্তব্য মমতার। রাজ্যে একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকদলেরই নেতা-মন্ত্রীরা। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। তাঁর দাবি, পুলিশের একাংশ এবং সিআইএসএফ দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা টাকা খায়, আর দোষ হয় তৃণমূল নেতাদের।</p>
Source link
‘বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশের একাংশ’, খোদ পুলিশমন্ত্রীর নিশানায় পুলিশ
Read Time:1 Minute, 45 Second