লন্ডন: আগে ঘোষণা করেছিলেন যে তিনি আইপিএলের নিলামে (IPL Auction 2024) উঠছেন না। স্টোকস, রুট, উডদের দলে নাম লিখিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ইউ টার্ন! আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে আইপিএলের নিলাম পর্ব রয়েছে। আর তার আগে আচমকাই নিলামের তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার।
ইংল্য়ান্ডের ৩৭ জন ক্রিকেটার আসন্ন নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন। সেখানেই নবতম সংযোজন আর্চার। জেড্ডায় আয়োজিত ২ দিনব্য়াপী নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে কারা আর্চারকে নেওয়ার জন্য ইচ্ছেপ্রকাশ করে এখন, সেটাই দেখার। নিলামে মোট ৫৭৪ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে।
চোট আঘাত প্রবণতা বেড়েছে বলে দেশের জার্সিতে নিজে যাতে পরের মরশুমে ফিট হয়ে মাঠে নামতে পারেন, তার জন্যই প্রথমে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য টি-টোয়েন্টি সিরিজ খেলা ইংল্যান্ড দলের সদস্য ছিলেন আর্চার। ভেবেছিলেন আগামী বছর অ্যাশেজে ফিট হয়ে নামবেন, তাই আইপিএলে খেলবেন না। কিন্তু আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী আসন্ন নিলামে যাঁরা অংশ নেবেন না, তাঁরা আগামী বছর মিনি নিলামেও অংশ নিতে পারবেন না। এরপরই হয়ত সিদ্ধান্ত বদল করেছেন আর্চার।
আরও দেখুন