NOW READING:
Waqf Amendment Bill: জেপিসি-র বৈঠকে তুলকালাম, সংসদের শীতকালীন অধিবেশনে আসছে ওয়াকফ বিল!
November 20, 2024

Waqf Amendment Bill: জেপিসি-র বৈঠকে তুলকালাম, সংসদের শীতকালীন অধিবেশনে আসছে ওয়াকফ বিল!

Waqf Amendment Bill: জেপিসি-র বৈঠকে তুলকালাম, সংসদের শীতকালীন অধিবেশনে আসছে ওয়াকফ বিল!
Listen to this article


রাজীব চক্রবর্তী: যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম। সংসদের শীতকালীন অধিবেশনে এবার ওয়াকফ বিল পাশ করাতে চাইছে মোদী সরকার। আগামী ৮ ডিসেম্বর লোকসভা পেশ করা হবে বিলটি। সঙ্গে যৌথ সংসদীয় কমিটির রিপোর্টও। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Tamil Nadu: বিয়ের প্রস্তাব রাজি নয় শিক্ষিকা! রাগে স্কুলের ভিতর ঢুকে ভয়ংকর কাণ্ড ঘটাল…

ঘটনাটি ঠিক কী? চলতি বছরের অগাস্টে সংসদের ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী  কিরেণ রিজিজু। কিন্তু বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলে তৃণমূল-সহ বিরোধীরা। শেষপর্যন্ত বিলটি পাঠিয়ে দেওয়া হয় সংসদের যৌথ সংসদীয় কমিটিতে।

ওয়াকফ বিল নিয়ে বৈঠক বসে যৌথ সংসদীয় কমিটি। কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক চলাকালীন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, কাঁচের বোতল ভেঙে ফেলেন কল্যাণ। ভাঙা কাঁচে হাতে চোট পান তিনি। রক্তপাত হয়। কবে? ২২ অক্টোবর। কল্যাণকে একদিনের জন্য সাসপেন্ড করেছে লোকসভার স্পিকার। 

এদিকে  স্রেফ একদিনের সাসপেনশন নয়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সদস্যপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়়লাকে চিঠি দিলেন ৩ বিজেপি সাংসদ। নিশিকান্ত ডুবে, অপরাজিতা সারঙ্গি ও বাংলার অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। কল্য়াণের পাল্টা দাবি, নাসির বলে কংগ্রেসের এমপি আছে ওর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা কাটাকাটি চলছিল। আমি বলেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে এত জোর চিৎকার করছেন কেন। এইটা বলার পরেই এমন ভাষায় গালিগালাজ দেয় আমি মুখে আনতে পারব না। আমার মাকে টেনে গালিগালাজ আমার বাবাকে টেনে গালিগালাজ দেয় আমার স্ত্রীকে পর্যন্ত গালিগালাজ দেয়। বাস্টার্ড পর্যন্ত বলেছে’।  

ততদিনে মহারাষ্ট ও ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়ে যাবে। এবছর ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: 1000 New General Coach: সস্তায় সহজেই গন্তব্যে! ট্রেনে বাড়ছে ১০০০-এর উপর নতুন কোচ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link