সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। ED-র মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ১০ লাখ টাকার বন্ডে শর্তাধীন জামিন হয়েছে কুন্তলের। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত।
অনেকেরই প্রশ্ন , এবার কি জেল থেক ছাড়া পাবেন তিনি? না। ED-র মামলায় জামিন পেলেও CBI-এর মামলায় এখনও জামিন পাননি কুন্তল। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের।
আদালতের তরফ থেকে বলা হয়েছে, কুন্তলের পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে। তিনি নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না। তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না।
২০২৩ সালের ২১ জানুয়ারি, নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে রাজারহাটের এক অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে ইডির হাতে গ্রেফতার হন কুন্তল।
পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহা, দুই মিডলম্যানের পরে নিয়োগ দুর্নীতি মামলায় দশম গ্রেফতারি ছিল কুন্তল ঘোষের। তাঁর বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন তাপস মণ্ডল!পরে ইডি চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করে। ইডির দাবি ছিল, নিয়োগ দুর্নীতিতে টাকা তোলায় কুন্তল ছিলেন একাই একশো। মানে তিনি একাই বাজার থেকে তুলেছিলেন একশো কোটি টাকা!
অন্যদিকে বুধবার হাইকোর্টে পার্থ-শান্তিপ্রসাদ-সুবীরেশদের জামিন মামলার রায়ও বেরোবার কথা।
আরও দেখুন