অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার কি জোকা থেকে এসপ্ল্যানেড রুটে (Joka-Esplanade Metro) দৌড়বে মেট্রো? সেনাবাহিনীর সবুজ সঙ্কেত পাওয়ার পর উজ্জ্বল হল সেই সম্ভাবনা। বিধান মার্কেটের ব্যবসায়ীদের অস্থায়ীভাবে কার্জন পার্ক এলাকায় পুনর্বাসনের সিদ্ধান্ত।
সেনার সঙ্কেতে কাটল জট: অবশেষে মিলল সেনার অনুমতি। কাটল জোকা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রোর জট। জোকা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচলের জন্য ধর্মতলায় স্টেশন তৈরির প্রস্তুতি আগেই শুরু করেছিল মেট্রো কর্তৃপক্ষ। তার জন্য সরাতে হবে বিধান মার্কেটের ব্যবসায়ীদের। বিধানমার্কেট এলাকা সেনার আওতাধীন হওয়ায় তাদের কাছে অনুমতিও চাওয়া হয়। কিন্তু সেই অনুমতি না মেলায় তৈরি হয় জট। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন রেল কর্তারা। সেখানেই এবিষয়ে সবুজ সঙ্কেত মেলে সেনাবাহিনীর।nনিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনে গুরুত্বপূর্ণ স্টেশন এসপ্ল্যানেড। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ গ্রিন লাইনে এসপ্ল্যানেডে স্টেশন তৈরি হয়েছে। এই রুটে এখন মেট্রো চলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। জোকা থেকে এসপ্ল্যানেড পার্পেল লাইনেও মেট্রো চলাচল শুরু হলে তিনটি মেট্রো লাইনের সংযোগস্থল হয়ে উঠবে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডকে পরিবহণ হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে মেট্রোর।
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য, এইভাবে বারবার বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজার। যে আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। প্রশ্নের মুখে পড়ে যায় মেট্রো প্রকল্পের একাংশের ভবিষ্যৎ। আর এই প্রেক্ষাপটেই আগামীদিনে কোনওরকম বিপদ এড়াতে বউবাজার এলাকায়, কংক্রিটের সুড়ঙ্গের মধ্যেই বসানো হচ্ছে লোহার পাত। KMRCL সূত্রে খবর, মাটির নিচে একটি সুড়ঙ্গে ১০৮ মিটার ও অন্য সুড়ঙ্গে ৯২ মিটার লোহার পাত বসানো হচ্ছে।
২০১৯-এর ৩১ অগাস্ট সুড়ঙ্গেই জল ও কাদা ঢুকে যাওয়ার বিপর্যয় ঘটেছিল। বড় বড় ফাটল দেখা দিয়েছিল বহু বাড়িতে। ধসে পড়েছিল অনেক বাড়ি। এরপর গত সেপ্টেম্বর মাসেও, নির্মীয়মাণ টানেলের একাংশের দেওয়াল ফেটে জল ঢুকতে শুরু করায়, ফের ব্যাহত হয় কাজ। আতঙ্ক দেখা দেয় এলাকাবাসীর মধ্যে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই, কংক্রিটের সুড়ঙ্গে বসানো হচ্ছে লোহার পাত। গত শনিবার সেই কাজ খতিয়ে দেখেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার – পি উদয় রেড্ডি। মেট্রো সূত্রে খবর, ৩-৪ মাসের মধ্যে বউবাজারে সুড়ঙ্গের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata Air Pollution: এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা
আরও দেখুন