কলকাতা: পুলিশের সমালোচনায় সৌগত রায়, পাল্টা কটাক্ষ মদন মিত্রের। তৃণমূল কাউন্সিল সুশান্ত ঘোষের ওপর হামলায়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, সমালোচনায় ছিলেন সৌগত রায়ও, নিজের দলের বর্ষীয়ান নেতাকেই আজ একহাত নিলেন মদন মিত্র। বললেন, ‘সৌগত রায় এখন দ্রোণাচার্য। তাঁর নিরাপত্তারক্ষীকে দিয়ে বাজার করানো হয়। তাহলে পুলিশ নিরাপত্তা দেবে কী করে?’
মদনের নিশানায় সৌগত
এদিন মদন মিত্র বলেন, ‘সৌগত রায় এখন দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম হতে চলেছেন। তাঁকে তো আমার মেনে চলতেই হবে। তাঁর নিরাপত্তারক্ষীকে দিয়ে চুন-পান-বাজার-খাওয়া-রান্না করানো হয়। তাহলে পুলিশ নিরাপত্তা দেবে কী করে? ঠিক তেমন কলকাতা পুলিশের কী হয়েছে,..ছাত্রদের দাবি, চাকরি চুরি, মেধা, কে কোথায় কমিশন খেয়েছে, তারপরে ট্যাব, কার বিয়ে ভেঙে গেছে, যেখানে যাচ্ছে, সেখানেই কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশ কাজ করবে কখন ? একবারই সময় পেয়েছিল। একদিন। ২৪ ঘণ্টায় সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে।’
পুলিশকে নিয়ে প্রকাশ্য়ে আসছে একের পর এক শাসক নেতার ক্ষোভ
প্রসঙ্গত, কেউ বলছেন পুলিশ ব্য়র্থ, কেউ প্রশ্ন তুলছেন, ইনটেলিজেন্স নিয়ে। পুলিশকে নিয়ে প্রকাশ্য়ে আসছে একের পর এক শাসক নেতার ক্ষোভ। যদিও অনেকেই বলছেন, আজ পুলিশের এই অবস্থার দায় তৃণমূলও এড়াতে পারে না। এদিকে বিজেপির শীর্ষ নের্তৃত্বের মুখে বারবার ফিরেছে এককথা, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাই এর আগে বিরোধীদের আক্রান্ত হওয়াই হোক, কিম্বা পঞ্চায়েত কিংবা পুরভোটে হিংসা, পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও, টুঁ শব্দটা শোনা যায়নি শাসক দলের নেতাদের মুখ থেকে। দলীয় কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার পর, এখন তাঁরাই সরব পুলিশের ভূমিকা নিয়ে।
শাসকদলের নেতার উপর হামলায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা
শাসকদলের নেতার উপর হামলায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে কেউ প্রশ্ন তুলছেন, ইনটেলিজেন্স নিয়ে, কেউ বলছেন গয়ংগচ্ছ রুটিন। পুলিশকে নিয়ে প্রকাশ্য়ে আসছে একের পর এক শাসক নেতার ক্ষোভ। কিন্তু তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনার পরই কেন পুলিশের ভূমিকা নিয়ে এত সমালোচনা? প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।
খাস কলকাতার আইনশৃঙ্খলা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন
কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা খাস কলকাতার আইনশৃঙ্খলা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আর সেই থেকে তৃণমূলেরই একাংশ যেভাবে পুলিশের সমালোচনা করছে, তা আবার কার্যত বিরোধীদেরও হার মানিয়ে দেবে। এর নেপথ্য়ে তৃণমূলের অন্দরের সমীকরণ আছে কি না, তা নিয়ে জল্পনার মধ্য়েই বিরোধীরা প্রশ্ন করছেন।
আরও পড়ুন, শিরোনামে মন্দারমনির হোটেল, কোন নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন