কলকাতা: মন্দারমনিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ। এবং এই নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবকে না জানিয়েই নির্দেশিকা জারি জেলা প্রশাসনের। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, কোনও বুলডোজার চলবে না। মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল দিল্লির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।
নবান্ন সূত্রে খবর, মন্দারমনির যে অবৈধ রিসর্ট এবং হোটেলগুলি রয়েছে, সেগুলিকে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি ভাঙার নির্দেশ দিয়েছে। যদি মালিকরা না ভাঙে, তাহলে দীঘা প্রশাসন নিজেই বুলডোজার চালিয়ে, ওটা ভেঙে দেবে। এই নির্দেশিকার খবর আসে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী এই ঘটনায় অত্যন্ত স্তম্ভিত। তিনি বলেছেন যে, কোনওরকম বুলডোজার চলবে না। এবং জেলা প্রশাসন এই যে নির্দেশিকা দিল, সেটা নবান্নের সঙ্গে অথবা মুখ্যসচিবের সঙ্গে আলোচনা না করেই জেলা প্রশাসন স্বতঃপ্রণোদিতভাবেই এই নির্দেশিকা দিয়েছে। যার দরুণ মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ।
আরও পড়ুন, কসবাকাণ্ডের জেরে তৃণমূলের অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন