জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজও গুগল সার্চ করলে পাওয়া যাবে যে, একটি ছেলে তাঁর বাবার সঙ্গে ফুচকা বিক্রি করছে, অভাবী পরিবারের বোঝ তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। একসময়ে দু’মুঠো খাবার ছিল না, না মাথার উপর ছাদ! বেশি নয়, বছর দশেক আগের কথা, আর আজ সে ১৬ কোটি টাকার মালিক! যেন রূপকথার মতো উত্থান! গলি থেকে রাজপথে আসা সেই ভারতীয় ক্রিকেটারের নাম যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যাঁর আজ কোনও বিশেষণের প্রয়োজন নেই। দেশের জার্সিতে টেস্ট ও টি-২০ আই ক্রিকেটে নিজের নাম তৈরি করে নিয়েছেন তিনি। ভেঙেও ফেলেছেন একাধিক রেকর্ড। আর যশস্বীর লড়াইয়ের গল্প শোনালেন তাঁর ছোটবেলার কোচ জোয়ালা সিং। এক অজি দৈনিকে তিনি সাক্ষাত্কার দিয়েছেন যশস্বীকে নিয়ে।
আরও পড়ুন: ‘টাকার জন্যই…’, আচমকাই গাভাসকরের ছোবল, ছেড়ে দেওয়ার পাত্র নন পন্থও!
জোয়ালা বলছেন, ‘জানেন, আমার এক বন্ধু এসে বলেছিল, জানিস ওর না আছে খাবার, না মাথার উপর ছাদ! বয়স মাত্র ১২। আমার তো ভয় হয় যেন কোনও ভুল হাতে না পড়ে, ওর জীবনটাই নষ্ট হয়ে যায়। এরপর ছোট্ট যশস্বীকে দেখলাম, নেট সেশন সেরে হেলমেট খুলল, আমি বললাম, কী নাম তোমার? ও নিজের নাম বলল, আমি বললাম কোথায় থাকো? কোথা থেকে এসেছ? ও বলেছিল আমি উত্তরপ্রদেশের। একটা তাঁবুতে একাই থাকি।’
যশস্বীকেই কেন বেছে নিয়েছিলেন জোয়ালা? মুম্বইয়ের আজাদ ময়দানে জোয়ালা তো অনেক খুদেকেই প্রশিক্ষণ দিয়েছেন। জোয়ালা বলেন, ‘ও যখন নিজের কথা বলছিল, তখন আমি নিজের কথা ভাবছিলাম, মুম্বইতে এসে আমাকেও প্রচুর লড়াই করতে হয়েছিল। আমি ভেবেছিলাম এই ছেলেই আমার স্বপ্নপূরণ করবে, আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমি একজন ভারতীয় ক্রিকেটার তৈরি করব। এটাই আমাকে অনুপ্রাণিত করেছিল, ওকে নিয়ে কাজ করার জন্য়। আমি ওকে বলেছিলাম, চিন্তা করতে হবে না। তুমি আমার অ্য়াকাডেমিতে এস। আমি তোমার সঙ্গে কিছুদিন থাকি, যদি মনে হয় তোমার মধ্য়ে কিছু আছে, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। খুবই ছোট ছেলেকে দেখেছিলাম, ভীষণ আত্মবিশ্বাসের অভাব ছিল। লোকজনের ওর বুদ্ধি বিবেচনা নিয়ে সন্দেহ ছিল। মনস্তাত্ত্বিকভাবে, ও খুব খারাপ জায়গায় ছিল। তার ফিটনেসও তেমন ভালো ছিল না। হাঁটুতে চোট ছিল। সত্য়ি বলতে এটাই আমাকে বাড়তি তাগিদ দিয়েছিল, আমার তৈরি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওকে বানানোর।’
যশস্বীকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণীও করে ফেলেছেন জোয়ালা। তিনি বলেন, ‘আমার মনে হয় আগামী চার-পাঁচ বছরে ও ভারতীয় ক্রিকেটে কিংবদন্তি হয়ে উঠবে। ওর লক্ষ্য় শুধুই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা নয়, আগামীর কিংবদন্তি হওয়াও।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। এই সিরিজে চোখ থাকবে যশস্বীর উপর…
আরও পড়ুন: ২২ নভেম্বর প্রথম টেস্ট, রোহিতের জায়গায় থাকলে কী করতেন? চালিয়েই খেললেন মহারাজ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)