NOW READING:
Bangladesh: সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা! বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে এপারের এক বাংলা টিভি চ্যানেল?
November 18, 2024

Bangladesh: সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা! বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে এপারের এক বাংলা টিভি চ্যানেল?

Bangladesh: সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা! বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে এপারের এক বাংলা টিভি চ্যানেল?
Listen to this article


সেলিম রেজা | ঢাকা: বদলের বাংলাদেশে একটি ভারতীয় বাংলা টিভি চ্যানেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এবং এই চ্যানেলের নিউজ ও কন্টেন্ট বাংলাদেশে নিষিদ্ধ ও ব্লক করার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-আদিবাসী এলাকায় হোম স্টে তৈরি করছে বাইরের লোকজন, কী সমাধান সূত্র দিলেন মুখ্যমন্ত্রী?

সোমবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে বাংলাদেশের তথ্য সচিব, ডাক ও টেলি যোগাযোগ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

ওই রিট পিটিশন উল্লেখ করা হয়েছে, ওই বাংলা টিভি চ্যানেলটি স্যাটেলাইট টিভি সম্প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব ও ফেসবুকে তাদের নিউজ ও কন্টেন্ট প্রচার করে। অভিযোগ করা হয়েছে যে, ওই চ্যানেলটি বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রচার চালাচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করছে। এছাড়া, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগও করা হয়েছে।
 
রিট পিটিশনে করা দাবি অনুযায়ী, ওই চ্যানেলটি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি হয়েছে।
 
এছাড়া, রিটে আরও বলা হয়েছে যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। রিটে বাংলাদেশে চ্যানেলটির সকল নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ করে তা ব্লক করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে আগেও আইনজীবী মাহমুদুল হাসান সরকারের কাছে নোটিশ পাঠান, তবে যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চ্যানেলের কনটেন্ট ব্লক না করার কারণে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটের শুনানি শীঘ্রই হাইকোর্টের কোর্ট-২০ (বিজয়) এ অনুষ্ঠিত হবে বলে জি ২৪ ঘন্টাকে জানিয়েছেন আইনজীবী মাহমুদুল হাসান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link